যেসব ফুল সুন্দর ও আকষর্ণীয় করে তোলে
কিছু ফুল আছে যেগুলো শুধু সুগন্ধই ছড়ায় না, সেসব ফুল থেকে তৈরি কসমেটিক্স ত্বককে করে তোলে আরও সুন্দর ও আকর্ষণীয়৷ ছবিঘরে থাকছে সেরকমই কিছু ঔষধি ফুলের কথা৷
বেলি
খোঁপায় বেলিফুলের মালা জড়ায়নি এমন বাঙালি নারী খুঁজে পাওয়া মুশকিল৷ অত্যন্ত মিষ্টি গন্ধের এই ফুলের জন্ম কাশ্মিরের হিমালয় পর্বত এবং চীনে৷ তবে এখন অনেক দেশেই এর উৎপাদন হয়৷ বেলি ফুলের তৈরি ক্রিম মুখমন্ডল ও শরীরের ত্বককে সুন্দরতো করেই, স্নিগ্ধও রাখে৷ হাজারো বছর আগে চীনাদের তৈরি বেলি ফুলের সুগন্ধী তেলকে আরবরা নাম দিয়েছিলো ‘জেসমিন অয়েল’ – যে তেল শরীরে এনে দেয় উষ্ণতা আর মনকে করে প্রফুল্ল৷
জবা
জবার পাপড়ি দিয়ে তৈরি চা রোগ সংক্রমণ রোধে ও ধমনী শক্ত রাখতে সহায়তা করে৷ এটি অ্যান্টি-ব্যাকটেরিয়া হিসেবেও কাজ করে৷ এছাড়া জবা ফুলে রয়েছে বিভিন্ন ফলিক অ্যাসিড, যার মাস্ক মুখমন্ডলের ত্বক পরিষ্কার ও মসৃণ করে বলে জানিয়েছেন ফার্মাসিস্ট হাফারকর্ন৷
লিলি
গ্রিক দেবির নাম অনুসারে রাখা রংধনুর মতো সুন্দর লিলি ফুল৷ দুশো’রও বেশি রকমের লিলি ফুল রয়েছে৷ ছয় পাপড়ি বিশিষ্ট শুকনো লিলি কন্দ থেকে তৈরি হয় মূল্যবান ‘পারফিউম অয়েল’৷ ফুলের ভেতরে থাকা আঠার মতো পদার্থটি হাতের ত্বককে পুনর্জীবিত করে আর্দ্রতা ফিরিয়ে আনতে সহায়তা করে, বলে জানিয়েছেন জার্মানির ভুপার্টাল শহরের ফার্মাসিস্ট সাবিনে হাফারকর্ন৷
শাপলা
শাপলার আদি জন্ম অ্যামেরিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ায়৷ একে বিশুদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে৷ শাপলার ডাটা ও শেকড় হজমে সহায়তা করে৷ এছাড়া ঘুমের সমস্যায় ঔষধি গাছ হিসেবেও শাপলা ব্যবহৃত হয়ে থাকে৷ শাপলা ফুল মুখের ত্বকের নানা সমস্যা দূর করে ও ত্বককে স্নিগ্ধ রাখে৷ শাপলা ফুল দিয়ে তৈরি চোখের ক্রিম, গোসলের লিকুইড সাবান, বডিলোশন, বডি স্প্রে রয়েছে৷
এক ধরনের অর্কিড
অসম্ভব সুন্দর এই অর্কিড ফুলের উৎপত্তি অ্যামেরিকার গ্রীষ্মমন্ডলীয় এলাকায়৷ ১,৭০০ বছর আগে সমুদ্রে ভ্রমণকারীরা ইউরোপে এই ফুল নিয়ে এসেছেন৷ কাঁটার মালার মতো দেখতে এই ফুলের বিচিতে রয়েছে এক ধরণের অ্যাসিড, যা ত্বকের অসমতাকে সমান ও মসৃণ করে৷ সংবেদনশীল ত্বকের জন্য রয়েছে ক্রিম, বডিলোশন, সাবান, শ্যাম্পু ইত্যাদি৷