যেসব নেতা-নেত্রীকে লক্ষ্য করে জুতা ছোঁড়া হয়েছে
ক্ষোভ প্রকাশের উপায় হিসেবে জুতা ছোঁড়া যেন বেশ জনপ্রিয় একটি উপায়৷ গত কয়েকবছরে এমন অনেক খবরই এসেছে গণমাধ্যমে৷ ছবিঘরে থাকছে সেরকমই কিছু ঘটনা৷
রাহুল গান্ধী
কংগ্রেস নেতা, ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধীকে লক্ষ্য করে ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর জুতা নিক্ষেপ করা হয়৷ ঘটনাটি ঘটে উত্তর প্রদেশে৷ তবে রাহুল গান্ধীকে আঘাত করার আগেই এক নিরাপত্তারক্ষী জুতাটি ধরে ফেলেন৷
মনমোহন সিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও একবার এমন ঘটনার শিকার হয়েছেন৷ ২০০৯ সালে আহমেদাবাদে তাঁকে উদ্দেশ্য করে জুতা ছোড়া হয়েছিল৷
ভারতের আরো কয়েকজন
ভারতের আরো কয়েকজন রাজনৈতিক নেতাও বিভিন্ন সময় এমন আকস্মিক জুতা-হামলার শিকার হয়েছেন৷ ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম, বিহারের নিতীশ কুমার, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল ও বিজেপি নেতা এল কে আদভানির নামও রয়েছে এই তালিকায়৷
হিলারি ক্লিনটন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জুতা ছোঁড়া হয়েছিল ২০১৪ সালে৷
পারভেজ মুশাররফ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে লক্ষ্য করে জুতা ছোড়া হয়েছিল ২০১৩ সালে৷
মাহমুদ আহমাদিনেজাদ
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদও বাদ যাননি৷ ২০১৩ সালে কায়রোয় তাঁর দিকে জুতো ছুড়ে মারা হয়৷ আহমাদিনেজাদ তখন মিশর সফর করছিলেন৷
এবং জর্জ ডাব্লিউ বুশ
২০০৮ সালের ১৪ই ডিসেম্বর বাগদাদে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন ইরাকের এক সাংবাদিক৷ জুতো মারার সব ঘটনার মধ্যে এটিই সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছিল৷