1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাম রহিমের আশীর্বাদ নিয়েছিলেন কোহলি

৩০ আগস্ট ২০১৭

ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের পায়ের কাছে বসে থাকা টিম ইন্ডিয়া ক্যাপ্টেনের একটি পুরনো ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে৷

https://p.dw.com/p/2j3ji
Virat Kohli
ফাইল ফটোছবি: dapd

একাধিক সাধিকা ধর্ষণের অভিযোগে রাম রহিমকে সদ্য ২০ বছরের কারাদণ্ড দিয়েছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর একটি বিশেষ আদালত৷

রাম রহিম যে একটি বর্ণময় পুরুষ, তাতে কোনো সন্দেহ নেই৷ তিনি একাধারে সাধু, স্পোর্টসম্যান, অভিনেতা, চিত্র পরিচালক, সুরকার, লেখক, সমাজকর্মী ও ‘ডন'৷ তাঁর ভক্ত ও অনুগামীদের সংখ্যা নাকি কয়েক কোটি৷ হরিয়ানা রাজ্যে ৭০০ একর জমি নিয়ে তাঁর ডেরা সাচ্চা সৌদা আশ্রম৷ বহু রাজনৈতিক নেতা নাকি তাঁর আশীর্বাদধন্য৷

একটি ভিডিও সাক্ষাৎকারে তাঁকে দাবি করতে শোনা গেছে যে, তিনি বিরাট কোহলি, শিখর ধাওয়ান, আশীষ নেহরা, জহির খান বা ইউসুফ পাঠানের মতো খেলোয়াড়দের কোচিং করেছেন – যখন উক্ত ক্রিকেটাররা ‘বাচ্চে', না ঠিক ‘বচ্চে' নয়, ‘ইয়ুথ' ছিলেন৷ ভিডিওতে রাম রহিম সাক্ষাৎকার গ্রহণকারীকে বলছেন, তাঁর কাছে যে ভিডিও আছে, তা দেখলেই তাঁর কথার সত্যতা প্রমাণ হয়ে যাবে৷ এভাবেই বক্সার ভিজেন্দার সিংকেও ট্রেনিং দিয়েছেন রাম রহিম, বলে তাঁর দাবি৷

রাম রহিমের কথিত দ্বিতীয় ভিডিওটাই ভাইরাল হয়েছে৷ বেশ পুরনো একটি ভিডিও৷ কিন্তু ভিডিও-য় স্পষ্ট দেখা যাচ্ছে, বিরাট কোহলি বাঁ দিকে রাম রহিমের পায়ের কাছে বসে, পিছনে ডান দিকে দাঁড়ানো অবস্থায় পেসার আশীষ নেহরা৷

ভিডিওটি কেন ভাইরাল হলো, এর থেকে কী বোঝা গেল, এ সব প্রশ্ন এই ইন্টারনেটের যুগে বাতুলতা৷ সেলিব্রিটি খেলোয়াড় ও সেলিব্রিটি ধর্মগুরুর মধ্যে সংযোগটা প্রকৃতিদত্ত ও স্বাভাবিক – এবং সেটা শুধু আমাদের উপমহাদেশেই নয়৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান