1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধ জাহাজ গড়বে বাংলাদেশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ জানুয়ারি ২০১৩

বাংলাদেশের নৌ-বাহিনীর আধুনিকীকরণের জন্য ১৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ আর তা ৩/৪ বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে৷ এই প্রকল্পের অধীনে এ বছরেই নৌ-বাহিনীতে যুক্ত হচ্ছে পাঁচটি যুদ্ধ জাহাজ৷

https://p.dw.com/p/17N9a
Argentine navy vessel ARA Libertad ( arrives at the harbor of the seaside resort of Mar del Plata January 9, 2013. The tall sailing ship used for training was detained in Ghana since October 2, 2012 at the request of a hedge fund seeking payment on defaulted government bonds. It was later released and left Ghana on December 19, 2012 for Mar del Plata following a ruling by the International Tribunal for the Law of the Sea that Ghana should release the ship after Argentina argued that a U.N. Convention on the law gives warships immunity from civil claims when they dock at foreign ports.
ফাইল ফটোছবি: Reuters

নৌ-বাহিনীর বার্ষিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে নৌ-বাহিনীকে আরে আধুনিকীকরণের কথা জানিয়েছেন নৌ-বাহিনীর প্রধান ভাইস এডমিরাল জহিরুদ্দিন আহমেদ৷ এই মহড়া হয় বঙ্গোপসাগরে৷ জানা গেছে, এই প্রকল্পে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা আছে৷ নৌ-বাহিনীতে নতুন ১৫টি যুদ্ধ জাহাজ এবং একটি সাবমেরিনও যুক্ত হবে৷ এছাড়া, এ বছর যুক্ত হচ্ছে আরো পাঁচটি নতুন যুদ্ধ জাহাজ৷ ইতিমধ্যেই দুটি মেরিটাইম হেলিকপ্টার কেনা হয়েছে বলেও জানা গেছে৷

The Prime Minister of Bangladesh Sheikh Hasina addresses a news conference with German Chancellor Angela Merkel, not seen, after a meeting at the chancellery in Berlin, Tuesday, Oct. 25, 2011. (Foto:Markus Schreiber/AP/dapd)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

নৌ-বাহিনীর প্রধান জানান, তাঁরা রপ্তানির জন্য বাংলাদেশেই যুদ্ধ জাহাজ নির্মাণের পরিকল্পনা করছেন৷ আর সে জন্য প্রস্তুতিমূলক কাজও এগিয়ে নিচ্ছেন তাঁরা৷ অনুষ্ঠানের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর জানান, নৌ-বাহিনীকে আরো সম্প্রসারণের জন্য সরকার কাজ করছে৷

এদিকে, সরকার রাশিয়া থেকে সেনাবাহিনীর জন্য সাত ধরণের এবং বিমানবাহিনীর জন্য চার ধরণের সমরাস্ত্র কিনছে৷ আর এর জন্য খরচ হচ্ছে আট হাজার কোটি টাকা বা ১০০ কোটি ডলার৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সপ্তাহেই রাশিয়া সফরে গিয়ে এ বিষয়ে একটি চুক্তি সই করেছেন৷ জানা গেছে, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ের পর সরকার নৌ-বাহিনীকেও আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে৷ বিশেষ করে সমুদ্রসীমার নিরপত্তা এবং মৎস সম্পদ আহরণের ওপরই জোর দেয়া হচ্ছে বেশি৷ নৌ-বাহিনীর এবারের মহড়ায় অংশ নেয় নতুন দুটি মেরিটাইম হেলিকপ্টার এবং ৫৭টি বিভিন্ন ধরণের জাহাজ৷ উৎক্ষেপণ করা হয় সারফেস মিসাইলও৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য