যুদ্ধের ছবি নিয়ে অভিষেক করবেন পরিচালক জোলি
১৬ মে ২০১১জিকে ফিল্মস এর অঙ্গ প্রতিষ্ঠান ফিল্ম ডিস্ট্রিক্ট এর প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে পরিচালক জোলির প্রথম সৃষ্টি৷ কান চলচ্চিত্র উৎসবে হাজির জিকে ফিল্মস এর প্রতিষ্ঠাতা গ্রাহাম কিং জোলির এই ছবির প্রযোজনার কথা ঘোষণা দিয়ে বললেন, ‘‘অ্যাঞ্জেলিনার সাথে এই ছবির জন্য কাজ করাটা বেশ চমৎকার সহযোগিতার একটা ক্ষেত্র এবং ছবিটির জন্য আমি গর্বিত৷ তাঁর অভিষেক হবে আন্ত্রিক এবং আবেদনময়ী গল্প-কাহিনীর ইঙ্গিত বহনকারী৷'' কিং-এর প্রত্যাশা দর্শকদের এতোটুকু হতাশ করবে না এই যুদ্ধ ভিত্তিক ছবিটি৷
ছবিটিতে মূলত বসনিয়ার স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে৷ এর মধ্যে অধিকাংশই ১৯৯০ সালের যুদ্ধকালীন শিশুদের চাল-চিত্র৷ পরিচালক হিসেবে নিজের প্রথম ছবি সম্পর্কে ৩৫ বছর বয়সি জোলি বলেন, ‘‘এটি বিশেষভাবে বসনিয়ার যুদ্ধ নিয়েই তৈরি৷ তবে একইসাথে এটি সর্বজনীনও বটে৷ আমি এতে দেখাতে চেষ্টা করেছি যুদ্ধ পরিস্থিতিতে মানুষের সম্পর্ক এবং আচরণ কতোটা গভীরভাবে প্রভাবিত হতে পারে৷'' সাবেক ইয়োগোস্লাভিয়ার নাট্যকলার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে বলে উল্লেখ করেন তিনি৷ এছাড়া তাদের সাথে কাজ করে নিজেকে সৌভাগ্যবান ও সম্মানিত মনে করছেন বলে মন্তব্য অস্কার বিজয়ী এই তারকা অভিনেত্রীর৷
এদিকে, এ বছরের চলমান কান চলচ্চিত্র উৎসবে রয়েছে জোলির অভিনীত ‘কুংফু পান্ডা টু'৷ ছবিটিতে বাঘিনীর ভূমিকায় অভিনয় করেছেন জোলি৷ এছাড়া সঙ্গী ব্র্যাড পিটের ‘দ্য ট্রি অফ লাইফ'ও রয়েছে এবারের কান উৎসবে৷ ফলে কানে ছয় সন্তান এবং পিটকে সাথে নিয়ে দলবলেই সরব অ্যাঞ্জেলিনা জোলি৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: জাহিদুল হক