1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের দায়ে জাহিদ হোসেনের মৃত্যুদণ্ড

১৩ নভেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের নগরকান্দায় হত্যা, গণহত্যা ও ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে জড়িত থাকার দায়ে বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷

https://p.dw.com/p/1DmGi
Pakistan Bangladesh Bürgerkrieg
ছবি: AP

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে জামায়াতের হয়ে কাজ করা খোকন স্বাধীনতার পর বিএনপির রাজনীতিতে জড়ান৷ তিন বছর আগে নির্বাচনে জিতে নগরকান্দা পৌরসভার মেয়র বনে যান ৬৬ বছর বয়সি এই যুদ্ধাপরাধী৷

‘খোকন রাজাকার' নামে পরিচিত জাহিদ হোসেন এখন সুইডেন থাকেন বলে সে দেশের এক প্রবাসী বাংলাদেশির বরাত দিয়ে জানিয়েছে বিডিনিউজ

ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার রায়ের খবরটি টুইটারে প্রকাশ করেছে৷

রায়ের বিষয়ে টুইটারে ‘লাইভ আপডেট' দিয়ে গেছেন প্রবীর বিধান৷

রায় প্রকাশের পর অনেক টুইটার ব্যবহারকারী খবরটি শেয়ার করেছেন৷

জায়েদ কামাল রায় নিয়ে কয়েকটি টুইট করেছেন৷ এর একটিতে রায় নিয়ে প্রসিকিউশনের খুশি হওয়ার খবরটি জানিয়েছেন তিনি৷

তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনে করেন রায়ে ন্যায়বিচার পাওয়া যায়নি৷

এদিকে গণজাগরণ মঞ্চ ‘খোকন রাজাকার’কে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে তাঁর ফাঁসি কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷

রায় হওয়ার আগে থেকেই টুইটারে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য