'যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই'
৪ আগস্ট ২০২৩বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়৷ বৃষ্টির কারণে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পানি জমে গেলেও সমর্থক ও নেতা-কর্মীরা হাঁটুপানিতে দাঁড়িয়েই সমাবেশে অংশ নিয়েছেন৷
বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
সমাবেশে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত কী বললো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই৷ আমাদের জনগণ কী বলেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ৷"
তিনি আরো অভিযোগ করে বলেন, সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে বিশেষভাবে বিচার বিভাগ এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় আছে, মিথ্যা মামলায় জর্জরিত করেছে বিএনপি নেতা-কর্মীদের৷
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
ঢাকায় ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে কুমিল্লা, বরিশাল, পাবনা, চাঁদপুর, রাজশাহী, লালমনিরহাট, বগুড়া, মেহেরপুর, জয়পুরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, খুলনা, সিরাজগঞ্জ, যশোর, দিনাজপুর, কিশোরগঞ্জসহ অন্যান্য জেলায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং তার অঙ্গসংগঠনসমূহ৷
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ২০০৭ সালে করা মামলায় বুধবার (২ আগস্ট) আদালত তারেক রহমানকে নয় বছর ও জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে৷
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকারকাফরুল থানায় তারেক রহমান, জোবাইদা রহমান ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ উপায়ে চার কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং দুই কোটি ১৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা করে দুদক৷
এসএইচ/ এসিবি (দ্য ডেইলি স্টার)