1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ৫

২৮ ডিসেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রের ডেনভারে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যান৷

https://p.dw.com/p/44thE
USA Denver Tote nach Schießerei
ছবি: Michael Ciaglo/Getty Images/AFP

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডেনভার পুলিশের প্রধান পল প্যাজেন সাংবাদিকদের বলেন, ‘‘আজ সন্ধ্যায় যে ধারাবাহিক সহিংস অপরাধ ঘটে গেল তার জন্য একজন ব্যক্তি দায়ী৷'' পুলিশ সেই ব্যক্তির নাম, পরিচয় এখনো জানায়নি৷ বন্দুকধারীদের গুলিতে আহত ব্যক্তিদের অবস্থা সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি৷

প্যাজেন জানান, স্থানীয় সময় বিকেল পাঁচটায় বন্দুকধারী প্রথমে এক নারীকে গুলি করে হত্যা এবং একজন পুরুষকে আহত করেন৷ তারপর তিনি গাড়ি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান৷ যেতে যেতে ইস্ট ডেনভারে চিজম্যান পার্কে তিনি আরেক ব্যক্তিকে গুলি করেন৷তারপর ডেনভারের পশ্চিম দিকে গিয়ে আবার গুলি চালান৷ তবে তখন গুলি কারো গায়ে লাগেনি৷

সেখান থেকে সরে যাওয়ার সময় তাকে অনুসরণরত পুলিশের ওপরও গুলি চালান ওই বন্দুকধারী৷ তারপর লেকউডে গিয়ে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন৷

লেকউডের পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারী গাড়ি থেকে নেমে দৌড়ে এক হোটেলে ঢুকে এক কর্মীকে গুলি করেন৷ পুলিশ এলে এক পুলিশ কর্মকর্তাকেও গুলিতে আহত করে্ন এবং তারপর পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন৷

ডেনভারের কাছে এ বছরের আরো দুটি বন্দুক হামলা

গত মে মাসে কলোরাডো স্প্রিংসে এক পার্টিতে নিজের গার্লফ্রেন্ডসহ পাঁচজনকে আহত করে আত্মহত্যা করেন ২৮ বছর বয়সি যুবক টিওডোরো ম্যাসিয়াস৷ ডেনভার থেকে ১১০ কিলোমিটার দূরের ওই ঘটনার আগে প্রায় ৪৫ কিলোমিটার দূরের বৌল্ডারে ঘটেছিল আরো ভয়াবহ ঘটনা৷ মার্চ মাসের সেই ঘটনায় ২২ বছর বয়সী আহমাদ আল আলিউই এক সুপারমার্কেটে ১০ জনকে গুলি করে হত্যা করেন৷ 

এসিবি/কেএম (এপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য