যুক্তরাষ্ট্রে তুষার ঝড়, রেকর্ড ছাড়াবে ঠান্ডা বাতাসের তোড়
৫ জানুয়ারি ২০১৮আবহাওয়া পূর্বাভাষে বলা হচ্ছে, পুরো সপ্তাহান্ত জুড়েই এমন অবস্থা থাকতে পারে৷ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ ব্রায়ান হার্লি বলেন, ‘‘শুধু ঠান্ডা নয়, কঠিন ঠান্ডা৷''
তিনি জানান যে, আর্কটিকে বিস্ফোরণের কারণে ফিলি থেকে বিয়েনটাউন পর্যন্ত তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রিতে নেমে আসতে পারে৷ মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যের বাসিন্দাদেরও মাইনাস ১০ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হজম করতে হতে পারে৷ এছাড়া উত্তর-পূর্বের উপকূলীয় এলাকাগুলোতে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির নিচে থাকবে৷
মেক্সিকো উপসাগরে দু'দিন আগে ঝড়টি শুরু হয়৷ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্যানহ্যান্ডল উপকূলে প্রথম আঘাত হানে৷
বৃহস্পতিবার নাগাদ এটি পুরো পূর্ব উপকূলে তাণ্ডব চালাতে শুরু করে৷ বাতাসের গতি তখন ছিল ঘন্টায় ৭০ মাইল৷ কোথাও কোথাও ৪৬ সেন্টিমিটার পুরু বরফের স্তর পড়ে গেছে৷
নিউ ইংল্যান্ডে ঝোড়ো হাওয়ার সঙ্গে বরফ পানিতে ভেসে গেছে অনেক এলাকা৷ বৈরি আবহাওয়ার কারণে সাতজনের মৃত্যু হয়েছে৷
এর মধ্যে নর্থ ও সাউথ ক্যারোলাইনায় বরফ পড়া রাস্তায় গাড়ির চাকা পিছলে চারজন মারা যান৷
ফিলাডেলফিয়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের গায়ে আঘাত করে৷ এতে গাড়ির এক আরোহী মারা যান৷
আবহাওয়াবিদ হার্লি বলছেন, আবহাওয়া পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷
কার্ল এরিকসন নামের আরেক আবহাওয়াবিদ বলেন যে, কোথাও কোথাও মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা অনুভূত হতে পারে৷
রোববার গড় তাপমাত্রা সবচেয়ে বেশি হবার আশঙ্কা করা হচ্ছে৷
জেডএ/এসিবি (এপি)