ওবামার জয়
৭ নভেম্বর ২০১২ফ্লোরিডার ফলাফল এখনো পাওয়া যায়নি৷ তবে তার আগেই ৩০৩টি ইলেকটোরাল ভোট পেয়ে গেছেন ওবামা৷ মিট রমনি পেয়েছেন ৯৭টি কম, অর্থাৎ ২০৬টি৷ ওবামা বেশ আগেই দ্বিতীয় দফা হোয়াইট হাউসের অধিকার নিশ্চিত করেছেন বলে ধরে নেয়া যাচ্ছে, কারণ, ‘দোদুল্যমান’ রাজ্যগুলোর প্রায় সবকটিতেই তিনি জিতেছেন বা এগিয়ে আছেন৷ এসব রাজ্যের ফলাফলই আসলে প্রেসডেন্ট নির্ধারণ করে থাকে৷
এদিকে ভোটের চূড়ান্ত ফলাফল আসার আগেই হার মেনে নিয়ে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী রমনি৷ প্রাথমিক ফলের ভিত্তিতে সংবাদমাধ্যমগুলোতে ওবামার নিশ্চিত বিজয়ের খবর প্রচারিত হওয়ার পরপরই স্ত্রী অ্যান ও ভাইসপ্রেসিডেন্ট প্রার্থী মেট পল রায়ানকে সঙ্গে নিয়ে নিজের নির্বাচনী কার্যালয়ে যান রমনি৷ বোস্টনের সেই কার্যালয়ে উপস্থিত সমর্থকদের তিনি বলেন, ‘‘আমি প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছি৷ সময়টা কঠিন৷ আগামী চার বছর প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রবাসীদের ঠিক পথে নিয়ে যাবেন বলেই আমার বিশ্বাস৷’’
ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আনন্দ নিয়ে বারাক ওবামা প্রথম বক্তব্য রাখেন শিকাগোতে৷ সেখানে যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘আজ রাতে, এই নির্বাচনে, যুক্তরাষ্ট্রবাসী আপনারা আমাদের আবার মনে করিয়ে দিলেন যে, যখনই আমাদের চলার পথ বন্ধুর হয়েছে, যখনই যাত্রা হয়েছে দীর্ঘ, আমরা কিন্তু উঠে দাঁড়িয়েছি, লড়াই করে এগিয়ে গিয়েছি৷ তাই আমরা জানি, যুক্তরাষ্ট্রের সেরা সময়টা আসন্ন৷’’
সরকারিভাবে ফলাফল ঘোষণার অনেক আগেই ওবামার বিজয় নিশ্চিত হয়ে যাওয়ায় গত কিছুদিনে তৈরি হওয়া সব অনিশ্চয়তার অবসান হলো৷ এক অর্থে নিষ্ফলই হয়ে গেল ১৮ মাস ধরে চালানো মিট রমনির প্রচারণা৷ টেলিভিশন বিতর্কে এগিয়ে যাওয়া আর রাষ্ট্র পরিচালনা এক নয় – ভোটাররা সেটাই বুঝিয়ে দিলেন দুই প্রার্থীর মধ্যে ওবামার প্রতিই তাঁদের বেশি আস্থার কথা জানিয়ে৷ ভয়াবহ অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠায় ব্যর্থতার দায় পূর্বসুরী, রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশেরই বেশি – ওবামার এই দাবি আপাতত মেনে নিয়েছেন তাঁরা৷ তবে হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় মেয়াদটা হয়তো আরো কঠিনই হবে৷ ওবামার সামনে এখন মন্দা কাটিয়ে, বেকারত্বের হার কমিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন সুর্যোদয়ের দিকে নিয়ে যাবার চ্যালেঞ্জ৷