যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুন্দর ১০টি ন্যাশনাল পার্ক
যুক্তরাষ্ট্রের ৫৯টি ন্যাশনাল পার্কে প্রতিবছর গড়ে ৩০০ মিলিয়নেরও বেশি পর্যটকের সমাগম ঘটে৷ ফলে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানের তালিকায় এই পার্কগুলোর নামও আছে৷
বিশ্বের সবচেয়ে প্রাচীন
১৮৭২ সালে প্রতিষ্ঠিত ‘ইয়েলোস্টোন পার্ক’টি মূলত ওয়াইওমিং রাজ্যে অবস্থিত হলেও মন্টানা ও আইডাহো রাজ্যেও এর কিছু অংশ রয়েছে৷ পার্কটি তার জীববৈচিত্র্য ও জিওথার্মাল বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত৷ ছবিতে পার্কের প্রখ্যাত ‘মর্নিং গ্লোরি পুল’ উষ্ণ প্রস্রবণটি দেখা যাচ্ছে৷
যুক্তরাষ্ট্রের সবচেয়ে নতুন
ক্যালিফোর্নিয়া রাজ্যের পিনাকলস ন্যাশনাল পার্কটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত৷ আশেপাশের পাহাড়ি এলাকা সংরক্ষণের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়েছে৷
যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ
আলাস্কা রাজ্যে অবস্থিত ব়্যাঙ্গেল-সেন্ট এলাইয়েস ন্যাশনাল পার্কের আয়তন প্রায় ৫৩ হাজার বর্গকিলোমিটার৷
যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু
উত্তর অ্যামেরিকার সবচেয়ে উঁচু পর্বত ডেনালিকে ঘরে গড়ে উঠেছে ডেনালি ন্যাশনাল পার্ক৷ এটি আলাস্কা রাজ্যে অবস্থিত৷
বেশ সূচ্যগ্র
ইউটাহ রাজ্যের ‘ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্ক’এর নামে ‘ক্যানিয়ন’ অর্থাৎ গভীর গিরিখাত থাকলেও সেখানে আসলে সেরকম কিছু নেই; তবে আছে কয়েকটি প্রাকৃতিক অ্যাম্পিথিয়েটার৷
বেশ শুষ্ক
নাম ‘ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক’৷ অবস্থান ক্যালিফোর্নিয়ায়৷
বেশ আর্দ্র
ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কে গেলে জলাভূমি, সোয়াম্প ল্যান্ড আর ঘন জঙ্গলের দেখা পাওয়া যাবে৷
বিখ্যাত ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ আছে যেখানে
দুনিয়া বিখ্যাত এই গিরিখাত দেখতে আপনাকে যেতে হবে অ্যারিজোনার ‘গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক’এ৷
দুই আগ্নেয়গিরির পার্ক
হাওয়াই রাজ্যের ‘হাওয়াই ভলক্যানোস ন্যাশনাল পার্ক-’ এ দুটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে৷
সবুজের দেখা পেতে
ন্যাশনাল পার্কে গিয়ে আপনি সবুজ খুঁজবেন, সেটিই স্বাভাবিক৷ যুক্তরাষ্ট্রের পার্কগুলোর মধ্যে রেডউড ন্যাশনাল পার্কটি একটু যেন বেশিই সবুজ৷