যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে রেকর্ড তুষারপাত ও ঠান্ডা
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে তীব্র শীত আঘাত হেনেছে৷ ইংরেজি নববর্ষ পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে৷ মিনেসোটার দু’টি শহরে তাপমাত্রা রেকর্ড হারে নেমে গেছে এবং পেনসিলভেনিয়ায় রেকর্ড তুষারপাত হয়েছে৷
১ দশমিক ৬ মিটার তুষারপাত
পেনসিলভেনিয়ার এরি শহরের মানুষ গত কয়েকদিন ধরে সেখানে রেকর্ড তুষারপাত দেখছেন৷ গত কয়েকদিনের তুষারপাতে সেখানে ৬৫ ইঞ্চি পুরু বরফ জমেছে৷
‘যুক্তরাষ্ট্রের আইসবক্স’
যখন এরিতে রেকর্ড তুষারপাত হচ্ছে, তখন মিনেসোটার দু’টো শহরে তাপমাত্রা রেকর্ড হারে নেমে গেছে৷ এই দু’টি শহরকে ‘দেশের আইসবক্স’ বলা হয়৷ জাতীয় আবহাওয়া দফতরের মতে, এই দু’টি শহরে বর্তমানে তাপমাত্রা মাইনাস ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯২৪ সালের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভেঙেছে৷ সেবছর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস৷
ভালো সময়ে আঘাত হেনেছিল ঝড়
কর্তৃপক্ষ বলছে, ঝড়ের আঘাত হানার সময়টা ভালো ছিল৷ কেননা বড়দিনের সময় বেশিরভাগ মানুষই ঘরের ভেতর ছিলেন এবং রাস্তাঘাট খালি ছিল৷ এক নারী জানিয়েছেন, যখন তিনি স্যাটেলাইটের ডিশটা পরিষ্কার করতে যান, ঝড়ের ধাক্কায় তুষারের উপর মুখ থুবড়ে পড়েন৷
প্রচণ্ড শীত
নিউ ইয়র্কেও তীব্র ঠান্ডা পড়েছে৷ জাতীয় আবহাওয়া দপ্তর বলছে, প্রচণ্ড ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা শূন্যের নীচে নেমে গেছে বলে মনে হচ্ছে৷
হাইপোথার্মিয়ার সতর্কতা পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের শহরগুলোর তাপমাত্রা নেমে গেছে৷ হাইপোথার্মিয়া এবং ফ্রস্টবিট এর পূর্বাভাস রয়েছে৷
নজিরবিহীন তুষারপাত
এরিসের কাউন্টি এক্সিকিউটিভ ক্যাথি ডালকেমপার জানিয়েছেন, বুধবারের মধ্যে সেখানকার রাস্তাঘাট মোটামুটি পরিষ্কার করে ফেলা হয়েছে৷ এমারজেন্সি কলও তুলনামুলক কম আসছে এবং বরফ খোড়াটাই এখন সবচেয়ে বড় কাজ৷