যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ যে কারণে মহাসংকটে
৩ মে ২০২০সিআইডিএস-র পরিচালক ক্রিস্টিয়ান হ্যাগেনমিলার বলেন, ‘‘সংকট যে রূপ ধারণ করেছে তাতে বোঝাই যাচ্ছে, অনেক দেশ তাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে করোনা ভাইরাস নিয়ে আগাম সতর্কবার্তা আংশিক বা সম্পূর্ণ উপেক্ষা করেছে৷
‘‘উপেক্ষার সবচেয়ে ভালো উদাহরণ যুক্তরাষ্ট্র৷ জনস্বাস্থ্যের উপর এই ভয়াবহ বিপর্যয় নেমে আসার ঝুঁকি আগে থেকে অনুধাবনের সব ব্যবস্থাই তাদের ছিল৷ তারা বুঝতে পারছিল, কোভিড-১৯ যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এটাকে মহামারি ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র৷ কিন্তু তারপরও তাদের বর্তমান নেতা বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করেনি৷ ভাইরাসের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন মনে করেননি৷’’
করোনা নিয়ে অসংখ্য সতর্কবার্তা জারি করা হয়েছিল বলেও মনে করেন তিনি৷ বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক মাসে সংক্রমণ নিয়ে প্রায় সাত হাজার সতর্কবার্তা পেয়েছিল৷ কিন্তু মহামারির বিরুদ্ধে কিভাবে লড়াই করা হবে সেটা সম্পূর্ণভাবে কোনো দেশের রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করে৷’’
তবে তিনি স্বীকার করেছেন, সতর্কবার্তা দেওয়া নিয়ে ডাব্লিউএইচও মাঝেমধ্যে ‘দ্বিধাদ্বন্দে’ ভুগেছে৷
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ এ সপ্তাহে ৩০ লাখ ছাড়িয়ে গেছে৷ আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের নাগরিক৷
এসএনএল/এসিবি