1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্যে পাক-ভারত ফুটবল সিরিজ নিয়ে শঙ্কা

২ আগস্ট ২০১১

পাক-ভারত সম্পর্কে টানাপোড়েন কোন নতুন ঘটনা নয়৷ তবে এই সম্পর্ক উন্নয়নের ব্যাপারে একের পর এক নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ যদিও অধিকাংশ ক্ষেত্রেই তা মুখ থুবড়ে পড়ে৷ এবার সম্পর্ক উন্নয়নে গৃহীত ফুটবল সিরিজও অনিশ্চয়তার পথে৷

https://p.dw.com/p/129XB
কলকাতার সল্টলেক স্টেডিয়ামছবি: DW

পাক-ভারত খেলা – এতোটুকু শুনলেই মনে হয় নিশ্চয়ই ক্রিকেট ম্যাচ৷ তবে না, ক্রিকেট নয়, বরং সম্প্রতি পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে একটি শক্ত যোগসূত্র গাঁথুনির লক্ষ্যে যুক্তরাজ্যের মাঠে দুই দেশের মধ্যে ফুটবল সিরিজের উদ্যোগ গ্রহণ করা হয়৷ এখন পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন-এআইএফএফ তিন ম্যাচের এই সিরিজের ব্যাপারে আশাবাদী৷ তারা বলছে, ঠিকঠাক মতোই এগোচ্ছে এই সিরিজের প্রস্তুতি৷ ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস জানান, ‘‘আমাদের দিক থেকে সবকিছুই ঠিক আছে৷ অবশ্য একটা সমস্যা আছে, সেটা হলো তারিখটা কিছুটা পেছানো হতে পারে৷''

তবে পাকিস্তান ফুটবল ফেডারেশন-পিএফএফ থেকে শোনা গেল ভিন্ন সুর৷ এই খেলার জন্য নাকি কোন স্পন্সর এখনও পাওয়া যায়নি৷ সম্ভাব্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোর বক্তব্য, এই খেলা অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, কভেন্ট্রি এবং লন্ডনে৷ তাই সেখানে স্থানীয় পণ্যের বিজ্ঞাপন দিয়ে তেমন একটা লাভের আশা নেই৷ ফলে স্পন্সর না পাওয়ায় এই ফুটবল সিরিজ স্থগিত হতে পারে বলে আশঙ্কা দেখা গেছে৷ পিএফএফ-সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, একটি প্রতিষ্ঠানের কাছে এই খেলার বিস্তারিত বাজেট উল্লেখ করে স্পন্সরিং-এর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে৷ কিন্তু সেখান থেকে এখনও কোন জবাব মেলেনি৷

ফলে পূর্ব নির্ধারিত সময় অনুসারে যুক্তরাজ্যে খেলার জন্য ২৫ আগস্ট জাতীয় দল দেশ ছাড়তে পারবে কি না তা অনিশ্চিত হয়ে পড়েছে৷ এছাড়া ইসলামাবাদে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনে পাকিস্তানি জাতীয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের ভিসার জন্য এখনও আবেদন করা হয়নি৷ অথচ ভিসা প্রস্তুত করার জন্য হাই কমিশনের অন্তত তিন সপ্তাহ সময় প্রয়োজন হয়৷ ফলে দেখা যাচ্ছে, পিএফএফ এর জন্য এখন খুবই অল্প সময় বাকি৷

প্রসঙ্গত, এই ফুটবল সিরিজের আয়োজনের দায়িত্বে রয়েছে ‘টাচস্কাই স্পোর্টস' নামের সংস্থা৷ যুক্তরাজ্যে বসবাসকারী ভারতীয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর সাথে একটা বন্ধন তৈরি করতে চায় টাচস্কাই৷ আর পাক-ভারতের মধ্যে সর্বশেষ তিন ম্যাচের ফুটবল সিরিজ হয়েছিল ২০০৫ সালে পাকিস্তানে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন