1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যালেরিয়া রোধে ‘অ্যাজিথ্রোমাইসিন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

২৬ সেপ্টেম্বর ২০১১

ম্যালেরিয়া নতুন কোনো অসুখ নয়৷ অথচ আজও, এই অসুখে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যাচ্ছে হাজারো মানুষ৷ এর প্রধান কারণ, এখনও পর্যন্ত ম্যালেরিয়ার কোনো টিকা বের না হওয়া৷

https://p.dw.com/p/12gBr
ছবি: eye of science/Oliver Meckes

শুধুমাত্র আফ্রিকাতেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রতি ৪৫ সেকেন্ডে মারা যায় একটি শিশু৷ জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও৷ তারা বলছে, ম্যালেরিয়া রোধে প্রচলিত ওষুধগুলির দামও বেশি, আবার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়৷ তাই এক্ষেত্রে, এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বিপ্লব আনতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা৷ সম্প্রতি আন্তর্জাতিক এক বিশেষজ্ঞ টিম গবেষণা করে দেখেছে যে, অ্যান্টিবায়োটিক ওষুধ ‘অ্যাজিথ্রোমাইসিন' নাকি ম্যালেরিয়া থেকে শুধু আরোগ্যই করে না, এই অসুখটির বিরুদ্ধে শরীরে প্রতিরোধশক্তিও গড়ে তোলে৷

বেশ কয়েক দশক ধরেই বাজারে এই অ্যান্টিবায়োটিকটি পাওয়া যাচ্ছে৷ বহু মানুষ এই ওষুধ খেয়ে উপকৃতও হয়েছেন৷ কিন্তু ম্যালেরিয়ার জন্য এই ওষুধটির কথা এই প্রথম চিন্তা করা হয়েছে৷ ভারতের অন্যতম ম্যালেরিয়া বিশেষজ্ঞ ড. রত্নদীপ গাঙ্গুলি জানান, ‘‘অ্যান্টিবায়োটিক দিয়ে সাধারণত ব্যাকটিরিয়া ধ্বংস করা হয়৷ সাধারণত কান বা ফুসফুসের সংক্রমণে আমরা ‘অ্যাজিথ্রোমাইসিন' দিয়ে থাকি৷ এছাড়া, এই অ্যান্টিবায়োটিক সন্তানসম্ভবা বা বাচ্চাদের জন্যও নিরাপদ৷''

তবে ম্যালেরিয়ার জীবাণু ‘প্ল্যাসমোডিয়াম'-এর বিরুদ্ধেও যে এই ওষুধ কাজ করতে পারে – সেটাই এবার জানা গেলো৷ এছাড়া, এই ওষুধের প্রভাবে শরীরে এমন এক ধরনের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, যা জীবাণুগুলিকে কাছেই ঘেঁষতে দেয় না৷ জানান ড. গাঙ্গুলি৷ শুধু তাই নয়, টিকার তুলনায় এই ওষুধের সুবিধা হল এই যে, এতে সুঁইয়ের ব্যবহার করতে হয় না৷ তাই শিশুদের জন্য ‘অ্যাজিথ্রোমাইসিন' হয়ে উঠতে পারে অত্যন্ত কার্যকর৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক