ম্যার্কেলের বিপক্ষে লড়বেন স্টাইনব্রুক
১০ ডিসেম্বর ২০১২এদিন হ্যানোফার শহরের ঐ দলীয় কনভেনশনে প্রায় ৯৩ শতাংশ ভোট পান পেয়ার স্টাইনব্রুক৷ বলা বাহুল্য, ম্যার্কেলের বিরুদ্ধে তাঁর প্রধান হাতিয়ার হলো বেতনে সমতা আনা, স্বল্প আয়ের মানুষদের জন্য উচ্চ সরকারি অবসরভাতা এবং তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান ও বাসস্থানের উন্নয়ন৷ স্টাইনব্রুকের কথায়, ‘‘সমাজে একটা সমতা একটা ‘ব্যালেন্স’ নিয়ে আসাই হবে আমাদের লক্ষ্য৷ আর সমাজের সব শ্রেণির মানুষের স্বার্থেই সেটা করতে হবে আমাদের৷’’
সামাজিক গণতন্ত্রী দল বা এসপিডি’র চেয়ারম্যান জিগমার গাব্রিয়েল বলেন, ‘‘আমরা মনে করি বর্তমান পরিস্থিতিতে স্টাইনব্রুক হচ্ছেন জার্মানির চ্যান্সেলর হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি৷’’ প্রসঙ্গত, ক’দিন আগে নিজ খ্রিস্টীয় গণতন্ত্রী দল বা সিডিইউ’র অভ্যন্তরীণ ভোটাভোটুতে ৯৮ শতাংশ সমর্থন পান আঙ্গেলা ম্যার্কেল৷
আগের নির্বাচনে এসপিডি প্রার্থী এবং পরে জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী স্টাইনমায়ারের আমল থেকেই দলের মধ্যে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছেন স্টাইনব্রুক৷ বিশ্ব আর্থিক মন্দার শুরুতে তাঁর মন্তব্য ছিল নজর কাড়ার মতো৷ তিনি বলেছিলেন, ‘‘এই সংকটের পর বিশ্ব আর আগের অবস্থায় থাকবে না৷ আর্থিক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মর্যাদা চূড়ান্তভাবে হারিয়ে ফেলার পর, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বহু-মেরু বিশিষ্ট এক কাঠামোর সৃষ্টি হবে৷’’
সে সময় পেয়ার স্টাইনব্রুকের ভবিষ্যদ্বাণী ছিল যে, আগামী ১০ বছরে ডলারের পাশাপাশি ইউরো, চীনের ইউয়ান এবং জাপানের ইয়েন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ তাছাড়া বিশ্বের বড় রকমের আর্থিক ও অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীন ও রাশিয়ার সহায়তা হয়ে উঠবে অপরিহার্য৷
স্টাইনব্রুকের ঢিল ছোঁড়া
তবে রাজনীতির ক্ষেত্রে স্টাইনব্রুকের বিখ্যাত ‘ভুল’-এর কথা জানেন না, এমন জার্মান কম আছেন৷ গত নির্বাচনের সময় তিনি বলেছিলেন, ‘‘নির্বাচনে ‘লাল’ সামাজিক গণতন্ত্রীদের ‘হলুদ’ মুক্ত গণতন্ত্রী এবং সবুজদের সঙ্গে তথাকথিত ‘ট্র্যাফিক লাইট’ জোট গড়ার সম্ভাবনা কম৷ কারণ মুক্ত গণতন্ত্রীরা তার বিরোধী৷ কাজেই লাল-সবুজরা সংখ্যাগরিষ্ঠতা না পেলে, চলতি ‘বৃহৎ জোটেই’ বা আপত্তি কিসের?’’
স্টাইনব্রুকের এই মন্তব্যে শুধু জার্মান ভোটাররাই যে চমকে যায়, এমন নয়, এসপিডি’র মধ্যেও শুরু হয় তর্ক-বিতর্ক৷ অবশ্য স্টাইনব্রুক পরে আবার লাল-হলুদ-সবুজের সপক্ষেও মতপ্রকাশ করেন৷
তাই এবার ম্যার্কেলের বিরুদ্ধে মাঠে নামতে হলে, স্টাইনব্রুককে এমন ভুল এড়িয়ে চলতে হবে৷