1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাজিশিয়ানদের সঙ্গে যা না করাই ভালো

২ জুন ২০১৭

গাড়ির দিকে যাচ্ছিলেন এক ব্যক্তি৷ হঠাৎ হাজির দুই ছিনতাইকারী৷ তারা অস্ত্রের মুখে সবকিছু কেড়ে নিতে চায়৷ কিন্তু...

https://p.dw.com/p/2e2t7
Symbolbild Waffe Pistole Revolver
ছবি: Colourbox

ছিনতাইকারীর কবলে পড়া ব্যক্তি সবকিছু দেয়ার আগে ছিনতাইকারীদের একটু ম্যাজিক দেখাতে চাইলেন৷ তিনি তাদের বললেন, হাতে থাকা তাস থেকে একটি কার্ড বেছে নিতে৷ এরপর সেই কার্ড পাওয়া গেল আরেক ছিনতাইকারীর পকেটে৷

এভাবে ম্যাজিক দেখাতে দেখাতে এক পর্যায়ে এক ছিনতাইকারীর হাতের পিস্তল চলে যায় ম্যাজিশিয়ানের কাছে৷ এরপর ম্যাজিশিয়ানই উল্টো তাদের ছিনতাই করেন৷ ইউটিউবে এমন এক ভিডিও ইতোমধ্যে দেখেছেন প্রায় বিশ লাখ মানুষ৷ তবে কল্পিত এই ঘটনা বাস্তবেও ঘটতে পারে কিনা বলা মুশকিল৷

ইউটিউব স্টার ডেভিড লোপেজ আসলে এ রকম অদ্ভুত অদ্ভুত সব ভিডিও বানানোর কারণেই পরিচিত৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়ও তিনি৷ ইউটিউবে তাঁর সাবসক্রাইবারের সংখ্যা প্রায় পাঁচ লাখ, ইন্সটাগ্রামে এক মিলিয়ন৷ তাঁর তৈরি অন্যান্য ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান