1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের মৌলবাদী শিক্ষা?

৪ মার্চ ২০১৪

ব্রিটেনে যে মুসলমানরা সন্তানকে মৌলবাদী শিক্ষা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন লন্ডনের মেয়র৷ তাঁর মতে, উগ্রপন্থি হওয়ার শিক্ষা দিলে শিশু-নির্যাতনের অভিযোগ এনে সন্তানকে বাবা-মায়ের থেকে নিয়ে নেয়া উচিত৷

https://p.dw.com/p/1BIfR
London Bürgermeister Boris Johnson
ছবি: AP

লন্ডনের মেয়র বরিস জনসন দ্য ডেইলি টেলিগ্রাফ-এ লিখেছেন, ইংল্যান্ডে মৌলবাদ আশঙ্কাজনকভাবে না বাড়লেও, তা কমছে না৷ মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের অনেকেই মৌলবাদে বিশ্বাসী এবং তাঁরা মৌলবাদী দর্শন প্রচার করছেন – এ কথা উল্লেখ করে ব্রিটেনে বসবাসরত মুসলিম পরিবারগুলোর একটি প্রবণতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ জানিয়েছেন, অনেক পরিবারে ধর্ম শিক্ষা দেওয়ার নামে সন্তানদের মৌলবাদী হিসেবে গড়ে তোলা হয়৷ বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ‘আল মুহাজির'-এর সঙ্গে সম্পৃক্ত অনেকে তাঁদের সন্তানদের মানুষ হত্যার রাজনীতির দিকে ঠেলে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি৷

Ägypten Muslimbrüder Mursi Flagge Fahne Demonstration
লন্ডনের মেয়র মনে করেন, সুপরিকল্পিতভাবে যাঁরা সন্তানকে মৌলবাদী করে গড়ে তুলছেন তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া উচিতছবি: Khalil Mazraawi/AFP/Getty Images

দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত লেখায় শিশুদের মৌলবাদী শিক্ষাদান রোধে ব্রিটেনের বর্তমান প্রচলিত আইনের সীমাবদ্ধতার দিকটিও তুলে ধরেছেন বরিস জনসন৷ তবে ৪৯ বছর বয়সি এই মেয়র মনে করেন, সুপরিকল্পিতভাবে যাঁরা সন্তানকে মৌলবাদী করে গড়ে তুলছেন তাঁদের বিরুদ্ধে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেয়া উচিত৷ তাঁর মতে, ‘‘শিশুকে মৌলবাদী শিক্ষা দেওয়ার বিষয়টিকে শিশু নির্যাতন হিসেবে দেখা উচিত এবং তারপর সন্তানকে তার সুশিক্ষার স্বার্থে পরিবার থেকে সরিয়ে নেয়া উচিত৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য