মোদীর মুখে অভিন্ন দেওয়ানি বিধি, বৈঠকে মুসলিম ল বোর্ড
২৮ জুন ২০২৩মঙ্গলবার ভোপালে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিন্ন দেওয়ানি বিধি করার কথা বললেন। তিনি বলেছেন, সংবিধানে সব নাগরিকের সমান অধিকারের কথা বলা আছে।
মোদীর বক্তব্য, বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, তারা তোষণের রাস্তায় যাবে না। ভোট ব্যাংকের রাজনীতি করবে না। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিরোধীরা মুসলিমদের ভুল বোঝাচ্ছে ও উসকানি দিচ্ছে।
অভিন্ন দেওয়ানি বিধি মানে, কোনো ধর্মভিত্তিক পার্সোনাল ল থাকবে না। সবার জন্য উত্তরাধিকার, দত্তক, বিয়ে, বিবাহ বিচ্ছেদের মতো বিষয়ে একটাই আইন থাকবে। বর্তমানে ধর্মভেদে আলাদা পার্সোনাল ল আছে।
গতমাসে ল কমিশন অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছে। পার্লামেন্টেও এই নিয়ে একটি প্রাইভেট মেম্বারস বিল আনা হয়েছে। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধি রূপায়ণ করার বিষয়টি আবার সামনে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী ।
মুসলিম পার্সোনাল ল বোর্ডের জরুরি বৈঠক
প্রধানমন্ত্রী ওই কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের বৈঠক হয়। ভার্চুয়াল বৈঠক চলে তিন ঘণ্টা। প্রধানমন্ত্রীর বক্তব্যের আইনি দিক নিয়ে বিস্তারে আলোচনা করা হয়।
বোর্ডের সিদ্ধান্ত, তারা ল কমিশনের সামনে নিজেদের মতামত রাখবে। তার আগে আইনজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।
সংবিধানে কী বলা হয়েছে?
ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডাইরেকটিভ প্রিন্সিপালে বলা হয়েছে, সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে পারে।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ১৯৪৮ থেকে ১৯৫৪ পর্যন্ত সংবিধান সভা ও পার্লামেন্টে প্রচুর বিতর্ক হয়েছে। শেষপর্যন্ত সেসময়ের সরকার হিন্দু কোড বিল আনে ও তা অনুমোদিত হয়।
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)