1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীবিরোধী বিক্ষোভে নিহত পাঁচ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৬ মার্চ ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরবিরোধী বিক্ষোভে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের গুলিতে চারজন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/3rFqT
হাটহাজারীতে উত্তপ্ত পরিস্থিতিছবি: bdnews24.com

এর প্রতিবাদে হেফাজতে ইসলাম শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং রবিবার সারাদেশে পূর্ণদিবস হরতাল আহ্বান করেছে বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মাওলানা আজিজুল হক ইসলামাবাদী৷

‘হাটহাজারীতে নিহত চারজনের লাশ পাওয়া গেছে’: আজিজুল হক ইসলামাবাদী

হেফাজতে ইসলাম নিহতদের পাঁচজনকেই তাদের কর্মী বলে দাবি করেছে৷ হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি দাবি করেন, তারা সবাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন৷

হাটহাজারীতে নিহত চারজনের লাশ পেয়েছেন বলে জানিয়েছেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী৷  আরো এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান৷ তবে পুলিশের পক্ষ থেকে নিহতের সংখ্যাল বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি৷ হাটহাজারী থানার ডিউটি অফিসার প্রদীপ দাস বলেন, ‘‘কতজন মারা গেছে সেই তথ্য আমাদের কাছে নেই৷ জুমার নামাজের পর মোদীবিরোধী হেফাজতের লোকজন বেলা আড়াইটার দিকে থানায় হামলা করে৷ তখন হতাহতের ঘটনা ঘটে৷''

তবে মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি দাবি করেন, পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার পর থানায় হামলা করা হয়৷ তার আগে বিক্ষোভ শান্তিপূর্ণ হয়েছে৷ তখন কোনো হামলার ঘটনা ঘটেনি৷ আর ঢাকায় বায়তুল মোকাররমে পুলিশি হামলার প্রদিবাদে তারা মিছিল বের করেছিল৷

‘কতজন মারা গেছে সেই তথ্য আমাদের কাছে নাই’: প্রদীপ দাস

এদিকে হাটহাজারীতে চারজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে৷ সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী জানান, তারা লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে৷ এরপর সদর পুলিশ ফাঁড়ির কাছে পুলিশের গুলিতে একজন নিহত হন৷ নিহত ব্যক্তি একটি ওয়ার্কশপের কর্মী৷ তবে মাওলানা নোমান ফয়েজী দাবি করেন, ছাত্ররা বিক্ষোভ করার সময় তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়৷

ঢাকায় জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় হেফাজতের কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়৷ পুলিশের সাথে লাঠি নিয়ে বহিরাহতরাও অংশ নেয়৷ সন্ধ্যার পর যাত্রাবড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মাদ্রাসা ছাত্র ও হেফাজত কর্মীরা৷ সেখানেও পুলিশ গুলি করেছে বলে দাবি করেন মাওলনা আজিজুল হক ইসলামাবাদী৷