মেসি-বার্সা দীর্ঘ সম্পর্ক শেষ
জানিয়ে দিল ক্লাব। বার্সেলোনার সঙ্গে চুক্তি হচ্ছে না লিয়োনেল মেসির। মেসি আর বার্সেলোনায় থাকবেন না।
মেসি ও বার্সেলোনা
দীর্ঘদিন ধরে তিনি এফসি বার্সেলোনায় খেলছেন। ক্লাবের সমর্থকদের ধারণা হয়ে গেছিল, মেসি আর তাদের ক্লাব ছাড়বেন না। মেসি মানেই বার্সেলোনা।
মেসি আর বার্সায় নেই
সেই বার্সেলোনায় মেসি থাকবেন না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বার্সেলোনা এবং মেসি দুই তরফই এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ, পারস্পরিক শর্তপূরণ সম্ভব নয়।
ক্লাব কী বলছে
এফসি বার্সেলোনা বলছে, স্প্যানিশ লিগের নিয়মের ফলে মেসিকে আর রাখা যাচ্ছে না। লা লিগা ফুটবলারদের আয়ের সীমা বেঁধে দিয়েছে। ফলে আর্জেন্টিনার সুপারস্টারকে বিপুল অর্থ দিয়ে রাখা সম্ভব নয়। ক্লাব মেসিকে শুভেচ্ছা জানাচ্ছে। ক্লাব তার প্রতি কৃতজ্ঞ।
অর্ধেক বেতনে
কিছুদিন আগেই খবর এসেছিল, মেসি অর্ধেক বেতনে খেলতে রাজি ছিলেন। তিনি কম অর্থে পাঁচ বছরের কন্ট্রাক্ট করতে চেয়েছিলেন। কিন্তু বার্সেলোনা বলছে, তাদের আর্থিক হাল খারাপ। তারা দেনায় ডুবে আছে। তাই মেসিকে অর্ধেক অর্থ দিয়েও রাখতে পারবে না।
প্রশ্ন প্রচুর
প্রশ্ন উঠেছে, স্প্যানিশ লিগের নিয়ম জানার পরেও মেসির সঙ্গে এতদিন ধরে চুক্তি নিয়ে কেন কথা বললো বার্সেলোনা? প্রশ্ন উঠেছে, এতই অর্থসংকট থাকলে কেন ৯৬ লাখ ডলার খরচ করে এমার্সনকে নেয়া হলো? প্রচুর অর্থ খরচ করে ডিপে এবং আগুয়েরাকেও নিল বার্সেলোনা?
মেসির বার্সেলোনা
লা লিগা সহ ক্লাবকে ৩৪টি ট্রফি দিয়েছেন মেসি। সাতটি কোপা ডেল রে দিয়েছেন ক্লাবকে। পাঁচ ফুট সাত ইঞ্চির এই ফরোয়ার্ড বার্সার হয়ে লা লিগায় সব চেয়ে বেশি বার হ্যাটট্রিক করেছেন।
এরপর কী হবে
মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হচ্ছে ৩০ জুন। তারপর তিনি অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন। ইউরোপের ক্লাবগুলি মেসিকে নেয়ার জন্য মুখিয়ে আছে। মেসির সঙ্গে কার চুক্তি হবে, সেটাই দেখার।