মেসির যে পেনাল্টি নিয়ে বিতর্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬শনিবার লা লিগায় নিজের ৩০০তম গোল করতে পারতেন মেসি৷ কিন্তু তা না করে বলটি আলতো করে বাড়িয়ে দিয়েছিলেন৷ আর সুয়ারেজ এসে সেটিকে গোলে পরিণত করে হ্যাটট্রিক পূর্ণ করেন৷
এরপর থেকে চলছে আলোচনা৷ কারও মতে এটি ফুটবলের আশ্চর্য বিষয়গুলোর একটি৷ আর কেউ মনে করছেন, এভাবে পেনাল্টি নিয়ে বিপক্ষ দলকে অসম্মানিত করা হয়েছে৷
তবে বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘‘আমার মনে হয় এটি অসম্মানজনক কিছু ছিল৷ বলা যেতে পারে এটি কিছুটা অস্বাভাবিক৷ কিন্তু এভাবে পেনাল্টি নেয়া যেতে পারে৷''
যে দলকে অসম্মান করা হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করছেন সেই সেল্টার ডিফেন্ডার গুস্তাভো কাবরাল বলেন, ‘‘তারা (বার্সা) গোল করেছে বলে আমার খারাপ লেগেছে৷ যেভাবে করেছে সে কারণে নয়৷'' সেল্টার কোচ এদুয়ার্দো বেরিৎসো-ও মনে করছেন যে, এভাবে পেনাল্টি নিয়ে তাদের অসম্মান করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘এটি পেনাল্টি নেয়া একটি ভিন্ন উপায়৷ এর চেয়ে বেশি কিছু নয়৷''
এদিকে, বার্সার কোচ লুইস এনরিকে বলেন, ‘‘কিছু মানুষের হয়ত এটি পছন্দ হবে না৷ কিন্তু এটি বৈধ খেলা ছিল৷''
তবে রেয়াল মাদ্রিদের দৈনিক কার্যক্রম নিয়ে খবর প্রকাশ করা ক্রীড়া বিষয়ক স্প্যানিশ সংবাদপত্র মার্কা মেসির পেনাল্টি নিয়ে অনলাইনে একটি জরিপ করেছে৷ এতে ৫৩ শতাংশ মানুষ মনে করেন, পেনাল্টিটিতে ‘বিপক্ষ দলের বিরুদ্ধে সম্মানের অভাব ছিল৷'
মার্কা রেডিও তাদের প্রতিবেদনে বলেছে, ‘‘বার্সার খেলোয়াড়দের এই পেনাল্টিতে সম্মান দেখানোর বিষয়টি ছিল না৷ সেল্টার খেলোয়াড়দের ক্ষোভ প্রকাশ করাটা বোধগম্য৷'' বার্তা সংস্থা ডিপিএ বলছে, পেনাল্টি নিয়ে সেল্টার কয়েকজন ফুটবলারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে৷
আইন যা বলছে...
বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বলেছে, পেনাল্টির সময় দলের কাউকে বল পাস দেয়াটা অবৈধ নয়, কিন্তু রিপ্লেতে দেখা গেছে, মেসি বল ছোঁয়ার আগেই সুয়ারেজ ডি-বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন, যেটা আইনসম্মত নয়৷ সেল্টার একজন খেলোয়াড়কেও আগেই ডি-বক্সে ঢুকে পড়তে দেখা গেছে৷ সেক্ষেত্রে রেফারি মেসিকে আবারও পেনাল্টি নিতে বলতে পারতেন৷
মেসির আরেক আশ্চর্য গোল!
পেনাল্টি নিয়ে আলোচনা শেষ না হতেই আরেক গোল নিয়ে আলোচনায় মেসি৷ তবে গোলটি মেসি করেছেন বার্সার প্রশিক্ষণের সময়৷ গোলপোস্ট থেকে কিছু দূরে ও পেছনে থেকে বল মেরে গোল করেন মেসি৷
জেডএইচ/ডিজি (এপি, ডিপিএ)