ওবামার ‘মেড ইন অ্যামেরিকা’!
২৫ এপ্রিল ২০১৬যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাঁর দ্বিতীয় অর্থাৎ শেষ দফার শেষ জার্মানি সফরে একটি ইতিহাসেরও সাক্ষী হলেন বারাক ওবামা৷ এবারই বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য মেলা ‘হানোফার মেসে'-র পার্টনার কান্ট্রি হয়েছে যুক্তরাষ্ট্র৷ আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে মেলা পরিদর্শনে যান যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট৷
ইউরোপে যুক্তরাষ্ট্রের বাজার আরো সম্প্রসারিত করার লক্ষ্যেই হানোফার বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র৷
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যৌথভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন৷ নিজের বক্তব্যে ওবামা বলেন, ‘‘এখানে আসার এই সুযোগটা পেয়ে প্রথমেই আমি সবাইকে বলতে চাই, আপনারা সবাই ‘মেড ইন অ্যামেরিকা' পণ্য কিনুন৷''
সোমবার জার্মানি সফর শেষ করার আগে ম্যর্কেলের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসবেন ওবামা৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ, ইটালির প্রধানমন্ত্রী মাটেও রেনজি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও অংশ নেবেন সেই বৈঠকে৷
এদিকে উত্তর কোরিয়াকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ শনিবার দক্ষিণ কোরিয়া জানায়, সাগরে ভাসমান একটি সাবমেরিন থেকে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে৷ সেদিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক দপ্তর থেকে জানানো হয়৷
জার্মানি সফরের শুরুতেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য উত্তর কোরিয়ার কঠোর সমালোচনা করেন বারাক ওবামা৷ উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে ‘উসকানিমূলক' হিসেবে উল্লেখ করে দেশটির প্রতি পারমাণবিক কর্মসূচি বন্ধ করার আহ্বানও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷
তবে উত্তর কোরিয়া জানিয়েছে তারা পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে রাজি, কিন্তু তার আগে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে এ বিষয়ে আন্তরিকতা দেখাতে হবে৷ উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি সু ইয়ং বার্তা সংস্থা এপি-কে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ করে তাহলেই উত্তর কোরিয়া এ ধরণের পরীক্ষা বন্ধ করবে৷
এসিবি/ডিজি (ডিপিএ,এপি)