1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোতে মানুষ হত্যার নতুন রেকর্ড

২২ জানুয়ারি ২০১৯

গত দুই দশক ধরে মেক্সিকোতে দেশজুড়ে হত্যার ঘটনা বাড়ছে৷ কিন্তু গত বছর তা সব রেকর্ড ছাড়িয়ে গেছে৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৮ সালে ৩৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে৷

https://p.dw.com/p/3BxWk
Mexiko Armee
ছবি: Imago/ZumaPress/J. Alvarado

মাদকজনিত অপরাধ এবং ‘গ্যাং' সহিংসতায় মেক্সিকোজুড়ে ২০১৮ সালে ৩৩ হাজার ৩৪১ হত্যার ঘটনা তদন্ত করছেন গোয়েন্দারা৷ নিহতদের মধ্যে ৮৬১ জন নারীও রয়েছেন৷ মেক্সিকোতে ১৯৯৭ সাল থেকে এ ধরনের ঘটনায় নিহতের সংখ্যা রেকর্ড করা হচ্ছে, গত বছর তা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে৷

২০১৭ সালের তুলনায় গত বছর হত্যার ঘটনা বেড়েছে ১৫ দশমিক ৫ শতাংশ৷ ২০১৭ সালে ২৮ হাজার ৮৬৬ মানুষকে হত্যা করা হয়েছিল৷ মেক্সিকোর মোট জনসংখ্যা ১৩ কোটি৷

মেক্সিকোতে মাদক দৌরাত্ম্য বহুদিন ধরে চলে আসছে এবং কর্তৃপক্ষ এসব অপরাধ নিয়ন্ত্রণে বারবার ব্যর্থ হয়েছে৷ লাতিন অ্যামেরিকার এই দেশটির নিরাপত্তাবাহিনী সাধারণত যারা যুক্তরাষ্ট্রে  মাদক চোরাচালান করে, এমন চক্রগুলিকে নজরে রাখার চেষ্টা করে৷ তবে এসব ক্ষেত্রে মাদকচক্রের হোতারা বড় অংকের অর্থ ঘুষ দিয়ে পার পেয়ে যায়৷ ২০০৬ সাল থেকে সরকার মাদক পাচারকারীদের নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করে৷ সেই বছর থেকে এখন পর্যন্ত চোরাকারবারিদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে দুই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে৷ এদের মধ্যে রাজনীতিবিদ, সাংবাদিক, এমনকি আইন-শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাও রয়েছেন৷  সহিংস অপরাধের শতাকরা ৯০ ভাগ ঘটনারই কোনো সাজা হয় না মেক্সিকোতে৷

রাষ্ট্রীয় সুরক্ষার মধ্যে সাংবাদিককে হত্যা

সোমবার সেক্সিকোর কর্মকর্তারা চলতি বছরে প্রথম সাংবাদিক হত্যার ঘটনা নিশ্চিত করেছেন৷ স্থানীয় রেডিও স্টেশন এর পরিচালক রাফায়েল মারুয়া বেশ কিছুদিন ধরেই প্রাণনাশের হুমকি পেয়ে আসছিলেন৷ সোমবার তাঁর মৃতদেহ পাওয়া যায় একটি খাদে৷ ৩৪ বছরের এই সাংবাদিকের নিরাপত্তায় রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল৷ স্থানীয় মেয়র তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে জানা গেছে৷

জাতীয় নিরাপত্তারক্ষী চান নতুন প্রেসিডেন্ট

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ  মাদক অপরাধের বিরুদ্ধেলড়তে নতুন কৌশল খোঁজার চেষ্টা করছেন৷ তিনি ‘ন্যাশনাল গার্ড' বা জাতীয় নিরাপত্তারক্ষী দল গড়ে তুলতে চান, যারা দেশব্যাপী বেসামরিক পুলিশের দায়িত্ব পালন করবে৷ তবে অনেকের আশংকা, এর ফলে সাধারণ মানুষের হয়রানি বেড়ে যাবে৷ গত সপ্তাহে প্রস্তাবটি মেক্সিকোর পার্লামেন্টে উপস্থাপন করা হয়৷ এটি পাশ হতে সেনেটের দুই তৃতীয়াংশ সাংসদদের সমর্থন প্রয়োজন৷

এপিবি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য