বাগদাদীর অডিও প্রকাশ
২৯ সেপ্টেম্বর ২০১৭বৃহস্পতিবার প্রকাশিত ৪৬ মিনিটের অডিও বার্তায় বাগদাদী বিশ্বব্যাপী তার অনুসারীদের পশ্চিমাদের বিরুদ্ধে আক্রমণের আহ্বান জানান এবং ইরাক, সিরিয়া এবং অন্যান্য জায়গায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও বলেন৷ গত জুনে রাশিয়া দাবি করেছিল যে, রাকায় এক অভিযানে আবু বকর আল-বাগদাদী নিহত হয়েছেন৷ তারপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবরই প্রচার করা হয়৷ বৃহস্পতিবারের অডিও সেই খবরকে প্রশ্নবিদ্ধ করেছে৷
অডিওতে ইরাক, সিরিয়া, সৌদি আরব, উত্তর আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলের অনুসারীদের উদ্দেশ্যে বাগদাদী বলেন, ‘‘পিছু সরে যাওয়ার কথা ভাববেন না, হতাশও হবেন না৷ আলোচনা বা আত্মসমর্পণের ব্যাপারেও সতর্ক থাকুন৷’’
অনুসারীদের মৃত্যুর পর জান্নাতের পুরস্কারের কথাও স্মরণ করিয়ে দেন বাগদাদী৷ তিনি বলেন, ‘‘সেখানে শহীদদের জন্য ৭২ জন করে স্ত্রী থাকবে৷’’
অডিওটি করে রেকর্ড করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারনা পাওয়া যায়নি৷ তবে এতে সাম্প্রতিক নানা বিষয়, যেমন জাপান ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়ার হুমকি, দুই মাস আগে মার্কিন সমর্থিত ইরাকি বাহিনীর মোসুল দখল প্রসঙ্গে কথা বলা হয়েছে৷
যাচাই করছে যুক্তরাষ্ট্র
অডিওটি জঙ্গি সংগঠন আল ফুরকান প্রচার করে৷ এর আগেও তারা বাগদাদীর বার্তা প্রকাশ করেছিল৷
এদিকে অডিওটি কবে প্রকাশ করা হয়েছে, কণ্ঠটি সত্যিই বাগদাদীর কিনা তা যাচাই করে দেখছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট৷ এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর এক সূত্র জানায়, ‘‘আমরা আবু বকর আল-বাগদাদীর এই অডিও টেপের বিষয়টি জানি৷ এটি পরীক্ষার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি৷’’
চলতি মাসের শুরুর দিকে এক সিনিয়র মার্কিন জেনারেল বলেছিলেন যে, বাগদাদী সম্ভবত সিরিয়া থেকে ইরাকের মধ্যে ইউফ্রেটিস নদীর উপত্যকায় লুকিয়ে আছেন৷
এএম/এসিবি (এপি, রয়টার্স, ডিপিএ, এএফপি)