মৃত্যুর মিছিলেও ট্রাম্পের উদযাপনের চিন্তা
২৭ মে ২০২০আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস৷ দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয় প্রতিবছর৷ কিন্তু করোনার কারণে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে এবার বড় পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন না করাই ঠিক মনে করছেন বিশেষজ্ঞরা৷ বড় জমায়েতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলে সংক্রমণ ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ সে কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সরকারি কর্মকর্তারা স্বাধীনতা দিবস উদযাপনে নিরুৎসাহিত করেছিলেন৷ এক বিবৃতিতে সংসদ সদস্যরাও বলেছিলেন, এমন আয়োজনে যত মানুষের সমাগম হয়ে থাকে, তত মানুষকে নিরাপদ রাখা এই মুহূর্তে প্রায় অসম্ভব৷
কিন্তু অন্য এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা থেকে একটুও সরেননি ডনাল্ড ট্রাম্প৷ বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট চান স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপন করা হোক৷
স্বাধীনতা দিবসের এখনো এক মাসেরও একটু বেশি বাকি৷ এই সময়ে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির কতটা উন্নতি হয় তার উপরই নির্ভর করছে উদযাপন৷ ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার শহর থেকে করোনা ভাইরাস নিশ্চিহ্ন করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা জরুরি মনে করছেন৷ তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বড় জমায়েতের অনুমতি দেওয়ার কোনো ইচ্ছেই নগর কর্তৃপক্ষের নেই৷
এসিবি/ কেএম (এপি)
২২ মে’র ছবিঘরটি দেখুন...