মিশরে শীর্ষ নেতা গ্রেপ্তার
২০ আগস্ট ২০১৩মঙ্গলবার সকালে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লুকিয়ে থাকার স্থানটি জানার পর মুসলিম ব্রাদারহুড নেতা বাদিয়েকে গ্রেপ্তার করেছে নিরাপত্তাবাহিনী৷ নাসার সিটির একটি অ্যাপার্টমেন্টে পাওয়া যায় তাঁকে৷ গত সপ্তাহে এই এলাকাটিতেই এক রক্তক্ষয়ী অভিযানে মুরসি সমর্থকদের উচ্ছেদ করে নিরাপত্তাবাহিনী৷ বাদিয়ের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতায় উসকানি দেয়া এবং গত জুনে মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরের সামনে আটজন ব্রাদারহুডবিরোধী প্রতিবাদকারীকে হত্যার অভিযোগ আনা হয়েছে৷ এ মাসের শেষেই তাঁকে আদালতে হাজির করার কথা৷
শুক্রবার বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে নিহত হন বাদিয়ের ৩৮ বছর বয়সি ছেলে৷ ব্রাদারহুডের শীর্ষ অনেক নেতাকেই এখন পর্যন্ত আটক করা হয়েছে, চলছে তাঁদের জিজ্ঞাসাবাদ৷ এদিকে, সোমবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আরো ১৫ দিন আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত৷
মুক্ত হচ্ছেন মুবারক
ওদিকে সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক তাঁর বিরুদ্ধে আনা একটি অভিযোগ থেকে মুক্ত হওয়ায়, খুব শিগগিরই তিনি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছে আদালত৷ সোমবার মুবারকের আইনজীবী সংবাদমাধ্যমকে এ কথা জানান৷
রাষ্ট্রীয় শোক দিবস
গাজা সীমান্তবর্তী সিনাই প্রদেশে ২৫ পুলিশ সদস্যের নিহত হওয়ার ঘটনায় সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলে মনসুর৷ ইসলামি জঙ্গিরা ঐ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে এখনও পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি৷ অন্যদিকে, রোববার কায়রোতে একটি প্রিজন ভ্যানে মুসলিম ব্রাদারহুডের সদস্যদের নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তাঁরা নিহত হন বলে জানা গেছে৷ তবে কর্তৃপক্ষের দাবি, বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়৷ এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা৷
বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক: ম্যার্কেল
মঙ্গলবার একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেছেন, মিশরের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক৷ তবে সেখানে খুব শিগগিরই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সব রাজনৈতিক শক্তি তাদের এ কাজে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ অবিলম্বে সহিংসতা বন্ধের এবং ঐ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মিশরের সব দলের প্রতি আহ্বান জানান ম্যার্কেল৷ প্রসঙ্গত, এরই মধ্যে মিশরে অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ম্যার্কেল৷
জরুরি বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন
মিশর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামীকাল বুধবার একটি জরুরি বৈঠকে বসবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা৷ মিশরে অস্ত্র সরবরাহ, অর্থ সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে এতে আলোচনা হওয়ার কথা রয়েছে৷
গত সপ্তাহে ব্যাপক সহিংসতার পর মিশরে জরুরি অবস্থা এবং রাতের বেলা কারফিউ বহাল আছে৷ গত বুধবার থেকে এ পর্যন্ত মিশরে প্রায় নয়শ মানুষ নিহত হয়৷ এর বেশিরভাগই মুরসি সমর্থক৷
এপিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)