1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুশতাকের মৃত্যুতে উদ্বেগ, কিশোরকে নিয়ে শঙ্কা

সমীর কুমার দে ঢাকা
২৭ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশের লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা৷ এদিকে মুশতাকের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার কার্টুনিস্ট কিশোরের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কায় তার পরিবার৷

https://p.dw.com/p/3q0oX
বাংলাদেশের লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা৷ এদিকে মুশতাকের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার কার্টুনিস্ট কিশোরের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কায় তার পরিবার৷
ছবি: Syed Mahamudur Rahman/Nur Photo/picture alliance

বৃহস্পতিবার রাতে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর খবর বের হওয়ার পর থেকেই ঢাকায় প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে বিভিন্ন সংগঠন৷ পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলোও উদ্বেগ জানিয়েছে৷ আহবান জানানো হয়েছে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের৷ পাশাপাশি কার্টুনিস্ট কিশোরের মুক্তির আহবানও জানিয়েছে দুইটি আন্তর্জাতিক সংগঠন৷

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি উঠলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আইনটি অপরিহার্য৷ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,, ‘‘ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি, তখন ডিজিটাল নিরাপত্তা দেয়াও আমাদের দায়িত্ব৷ কেউ যেন সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়াতে পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তা অপরিহার্য৷ সমালোচনা যারা করছে, তারা সবকিছু কি অনুধাবন করছে? আজকের এই দিনে আমি অন্য কিছু বলতে চাই না৷ শুধু এটুকুই বলবো, কারও মৃত্যুই কাম্য নয়৷ তবে সেটাকে উদ্দেশ্য করে অশান্তিও কাম্য নয়৷ অসুস্থ হয়ে মারা গেলে কী করার আছে?’’

দ্রুত, স্বচ্ছ, স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত করার আহবান ওইসিডির

এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ১৩ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার৷ শুক্রবার অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত ১৩ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন৷ বিবৃতিতে বলা হয়, মুশতাক আহমেদ ২০২০ সালের ৫ মে থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় বিচারপূর্ব আটক অবস্থায় ছিলেন৷ 

‘‘আমরা জেনেছি যে, তাকে বেশ কয়েকবার জামিন দিতে অস্বীকৃতি জানানো হয়েছে৷ আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে, তা নিয়ে উদ্বেগ আছে৷'' বিবৃতিতে মুশতাকের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, ‘‘আমরা বাংলাদেশ সরকারকে মুশতাক আহমেদের মৃত্যুর একটি দ্রুত, স্বচ্ছ, স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্ত করতে আহ্বান জানাচ্ছি৷ ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ ও এর প্রয়োগে আমাদের সরকারগুলোর যে উদ্বেগ আছে এবং একইসঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানের প্রতি বাধ্যবাধকতার সঙ্গে এই আইনের সামঞ্জস্য সংক্রান্ত প্রশ্নগুলোর ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাব৷’’

তবে এই বিবৃতির বিষয়ে সরকারের কোন বক্তব্য পাওয়া যায়নি৷ স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি৷

জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ

মুশতাক আহমেদের মৃত্যুতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন৷ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানায় সংস্থাটি৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব৷ কমিশন মনে করে, অনাকাঙ্খিত যে কোনো মৃত্যু সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী৷

ড. মিজানুর রহমান

কারাবন্দি অবস্থায় মৃত্যুর দায় রাষ্ট্র বা তার অধীনস্থ কোনো সংস্থা কোনোভাবেই এড়াতে পারে না৷ এটি মানবাধিকারের চরম লঙ্ঘন৷ কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চিঠি পাঠানো হচ্ছে৷

মুশতাক ১০ মাস ধরে বন্দি, ছয়বার আবেদন করেও জামিন পাননি৷ কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন৷ জানতে চাইলে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘জামিন অযোগ্য ধারায় কাউকে গ্রেফতার করা হলেও বিচারক চাইলে তাকে জামিন দিতে পারেন৷ সেক্ষেত্রে মুশতাককে কেন জামিন দেওয়া হয়নি, সেটা আমাদের বোধগম্য নয়৷ এভাবে কারাগারে একজনের মৃত্যু অবশ্যই মানবাধিকারের লংঘন৷ নিরপেক্ষ একটি তদন্ত কমিটির মাধ্যমে এটির অনুসন্ধান করা সরকারের দায়িত্ব৷’’

দু'টি তদন্ত কমিটি গঠন

মুশতাক আহমেদের মৃত্যুতে এ পর্যন্ত দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়৷ কমিটিকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷ মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, কারা উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার৷ এছাড়া সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব আরিফ আহমদ কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন৷ কমিটিকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দেওয়া হয়েছে৷ তার মধ্যে মুশতাক আহমেদের মৃত্যুতে কারা কর্তৃপক্ষের কোনো প্রকার গাফিলতি ছিল কি-না, যদি থাকে তবে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে৷ পাশাপাশি এই কারাগারে আসার পর তার কোনো স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবহিত ছিলেন কি-না, যদি থাকেন তবে সে বিষয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি-না, যদি না হয়ে থাকে তাহলে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে৷

এছাড়া কারা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন৷ তিনি বলেন, একজন ডিআইজি প্রিজন্সকে প্রধান করে তিন সদস্যের গঠিত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷

Bangladesch Protest nach Tot von Mushtaq Ahmed
ছবি: Munir uz Zaman/AFP

মুশতাকের মৃত্যুতে বিক্ষোভ অব্যহত

মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে শনিবার দুপুরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা৷ একই দাবিতে শুক্রবার মশাল মিছিল করতে গিয়ে গ্রেফতার হওয়া সাত নেতাকর্মীর মুক্তির দাবিও জানান তারা৷

সমাবেশে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সভাপতি আল কাদেরী বলেন, ‘‘গতকাল আমাদের শান্তিপূর্ণ মশাল মিছিলে পুলিশের হামলায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন৷ বিনা উসকানিতে আমাদের সাতজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে৷ আমরা অবিলম্বে তাঁদের মুক্তি দাবি করছি৷ তাঁদের মুক্তি না দেওয়া হলে ছাত্ররা বসে থাকব না৷ আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব৷’’

এদিকে শুক্রবারের ঘটনায় শাহবাগ থানা পুলিশের মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে৷ গ্রেফতারকৃতদের শনিবার আদালতে হাজির করা হলে সাতজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে৷ 

আহসান কবির

কিশোরের অবস্থাও খুব একটা ভালো নয়

মুশতাকের সঙ্গে গ্রেফতার হওয়া আহমেদ কবির কিশোরের অবস্থাও খুব একটা ভালো নয়৷ কিশোরের ভাই আহসান কবির ডয়চে ভেলেকে বলেন, ‘‘গত ২৩ ফেব্রুয়ারি যখন আদালতে হাজির করে তখন আমরা সেখানে দেখা করেছিলাম৷ তখন কিশোর আমাদের জানিয়েছে, অত্যচারের কারণে তার বাম পায়ের গোড়ালিতে ইনফেকশন হয়ে গেছে৷ যে কারণে হেঁটে বেশিদূর যেতে পারে না৷ কারও সাহায্য নিতে হয়৷ নির্যাতনে তার কানের পর্দা ফেটে গেছে৷ চিকিৎসা না হওয়ার কারণে সেখান দিয়ে পুজ বের হয়৷ আর তার ডায়াবেটিস এখন ১৮ থেকে ২৭ এর মধ্যে উঠানামা করে৷ এই কারণে সে চোখেও খুব একটা ভালো দেখতে পারে না৷’’ তিনি বলেন, গ্রেফতারের পর আইন শৃঙ্খলা বাহিনী তাকে নির্যাতন করেছে৷ কারাগারে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে কবির বলেন, ‘‘মাঝে মধ্যে তাকে কারা হাসপাতালে নেয়া হয়, কিন্তু সেখানে তো বিশেষজ্ঞ চিকিৎসক নেই৷৷’’ 

কিশোরের ভাইয়ের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন বলেন, ‘‘চিকিৎসায় তো অবহেলা করার সুযোগ নেই৷ বাইরে নিয়ে চিকিৎসা করাতে হলেও সে ব্যবস্থা করা হয়৷ অবশ্যই আমি বিষয়টি দেখব৷’’

কিশোরের মামলা তুলে নিয়ে তাকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন পেন আমেরিকা৷ জেলখানায় তাকে শারীরিক নির্যাতনের খবরে উদ্বেগ প্রকাশ করেছে কমিটি ফর দ্য প্রোটেকশন অব জার্নালিস্ট-সিপিজে৷

মোমিনুর রহমান মামুন

লেখক মুশতাক নিয়ে পোস্ট, আটক এক

এদিকে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে আটক করা হয়েছে৷ শুক্রবার রাতে তাকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ৷ মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রুহুল আমিন৷ তিনি মুশতাক আহমেদের সঙ্গে গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের খুলনার বাসায় ভাড়া থাকতেন৷ সেই বাসা থেকেই তাকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ৷

একই সঙ্গে আটক করা হয় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সংগঠক নিয়াজ মুর্শিদকে৷ তবে রাত সাড়ে ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়৷ ছাড়া পাওয়ার পর তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ডিবি ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল যৌথভাবে ওই বাসায় অভিযান চালায়৷ ওই সময় রুহুল আমিনসহ তারা কয়েকজন শ্রমিক রাজনীতি প্রসঙ্গে একটি অনলাইন লাইভ প্রোগ্রামে ছিলেন৷ সেখান থেকে তাদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়৷ এরপর রাত সাড়ে ১২টার দিকে নিয়াজ মুর্শিদকে ছেড়ে দেওয়া হয়৷ তবে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক রাখা হয়৷ ওই সময়ই তারা জানতে পেরেছিলেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে রুহুল আমিনকে গ্রেফতার  দেখানো হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান