মুম্বই সন্ত্রাসী কাণ্ডে বিদেশি মদত সম্পর্কে আশঙ্কা দৃঢ়মূল: ভারত
২০ জুলাই ২০১০সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সঙ্গে সরকারি সংস্থাগুলির অশুভ আঁতাতের কথা উল্লেখ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেন, এই আঁতাত যেভাবে জোরালো হয়ে উঠছে, তা ভেঙে পড়ার আশু কোন সম্ভাবনা নেই৷ এই দুর্ভাগ্যজনক আঁতাতে ভারতের আশাবাদী হবারও কোন অবকাশ নেই৷ পাকিস্তানের নাম উল্লেখ না করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তত্পরতা চালাতে বিদেশি রাষ্ট্রের মদত পেয়ে আসছে৷ পাকিস্তানী বংশোদ্ভুত মার্কিন নাগরিক ডেভিড হেডলি জেরার মুখে স্বীকার করেছে যে, ২৬-১১এর মুম্বই হামলার ষড়যন্ত্রে সে পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তয়বাকে সাহায্য করেছিল৷
মঙ্গলবার নতুনদিল্লিতে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস মোকাবিলায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি শীর্ষক এক সম্মেলনে শিবশঙ্কর মেনন তাঁর বক্তব্যে বলেন, বেশ কয়েক বছর ধরে দক্ষিণ এশিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলি আদর্শগতভাবে আরো কাছাকাছি এসেছে৷ এক জোট হয়েছে৷ এরা একসঙ্গে ট্রেনিং নিচ্ছে, একই যোগাযোগ ব্যবস্থা কাজে লাগাচ্ছে৷ এই গোষ্ঠীগুলিকে আলাদা করার কোন উপায় নেই৷ ফলে খারাপ তালেবান, আর ভালো তালেবানের প্রচলিত সংজ্ঞা আজ
উল্লেখ্য, কাবুলে আপগানিস্তান সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তানপন্থী তথাকথিত ভালো তালেবানদের সঙ্গে একটা বোঝাপড়ায় আসার জন্য কারজাই সরকারকে রাজি করাতে পাকিস্তানের ভূমিকার প্রেক্ষিতে, শিবশঙ্কর মেনন সম্ভবত এই মন্তব্য করেন৷ গত মাসে শিকাগো জেলে হেডলিকে জেরা করে ভারতীয় তদন্তকারি সংস্থা জানতে পারেন, সীমান্তের ওপার থেকে কিভাবে মুম্বই হামলার ষড়যন্ত্রের ছক কষা হয়েছিল, তার অনেক চাঞ্চল্যকর তথ্য৷ তাতে জড়িত থাকার কথা নিজেই কবুল করে হেডলি৷
প্রতিবেদনঃ অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনাঃ আব্দুল্লাহ আল-ফারূক