মুম্বই বোমা হামলার পর বাংলাদেশে নিরাপত্তা জোরদার
১৫ জুলাই ২০১১ঢাকার গুলশান এবং বারিধারা এলাকায় অধিকাংশ বিদেশি দূতাবাসের অবস্থান৷ আর বিদেশি নাগরিকরাও থাকেন এসব অভিজাত এলাকায়৷ বুধবার মুম্বই বোমা হামলার পর ওইসব এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ভারতীয় দূতাবাসসহ সব কুটনৈতিক মিশন অফিসের৷ বাড়তি পুলিশ ছাড়াও সাদাপোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে নজরদারির জন্য৷
গুলশান বারিধারা এলাকায় পুলিশের টহল চৌকিতে তল্লাশি জোরদার করা হয়েছে৷ সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনের গতিবিধি নজরে এলেই পুলিশ তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে৷ আর চালানো হচ্ছে ঝটিকা তল্লাশি৷ গুলশান এলাকায় এই তল্লাশি অভিযানের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান জানান, বিদেশিদের নিরাপত্তা বিধানে তারা সচেষ্ট রয়েছেন৷ কোন ধরনের অঘটন যাতে না ঘটে তার জন্য তারা সদা সতর্ক রয়েছেন৷ কারন এর সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত৷
গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, বাংলাদেশে জঙ্গিরা এখন আর তেমন শক্তিশালী নয়৷ তবুও মুম্বইয়ের ঘটনার পর তারা সতর্ক অবস্থানে রয়েছেন৷ বিশেষ করে জঙ্গিরা যাতে কোনভাবেই তৎপর না হতে পারে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের তৎপরতা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে৷
পুলিশ কর্মকর্তারা জানান, এর বাইরে বাংলাদেশের স্থল, নৌ এবং বিমানবন্দরে নিরাপত্তা বাড়ান হয়েছে৷ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক