অভিযোগ ফেরত পাঠালো আদালত
২৮ ডিসেম্বর ২০১১জামায়াত নেতা গোলাম আযমের মতই আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা কামারুজ্জামনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ ট্রাইবুনাল ফেরত দিল৷ আদালত বলেছে এই অভিযোগ সুবিন্যস্ত নয়৷ তাই প্রসিকিউশনকে অভিযোগ সুবিন্যস্ত করে আবার ট্রাইবুন্যালে জমা দিতে হবে৷ আর নিজামীর বিরুদ্ধে অভিযোগ এখনো আদালতের পড়া শেষ হয়নি৷ শুধুমাত্র কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হয়েছে৷ প্রসিকউটর ব্যারিস্টার হায়দার আলী বলেন আইনটি প্রচলিত ফৌজদারি আইনের চেয়ে আলাদা হওয়ায় বুঝতে তাদের কিছুটা অসুবিধা হচ্ছে৷ তবে তারা আদালতের দেয়া সময়সীমা অনুযায়ী ১৪ই জানুয়ারির মধ্যে কামারুজ্জামান এবং ১৬ই জানুয়ারির মধ্যে মুজাহিদের বিরুদ্ধে সুবিন্যস্ত অভিযোগে জমা দিতে পারবেন৷
আগামী ২৯শে জানুয়ারি কাদের মোল্লার রিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে৷ এদিকে আসামীদের আইনজীবী এ্যাডভোকেট তাজুল ইসলাম দাবি করেছেন, ট্রাইবুনালের আদেশই প্রমাণ করে যুদ্ধাপরাধের অভিযোগ মিথ্যা এবং বানোয়াট৷
অন্যদিকে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আদাললতের এসব সিদ্ধান্তই প্রমাণ করে আদালত নিরপেক্ষভাবে কাজ করছে৷ তার মতে প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তারা দক্ষতার পরিচয় দিচ্ছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক