মিস ইউনিভার্স হলেন ক্যাটরিওনা গ্রে
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিস ফিলিপাইন্স ক্যাটরিওনা গ্রে মিস ইউনিভার্স ২০১৮ নির্বাচিত হয়েছেন৷ প্রতিযোগিতায় এই প্রথম একজন ট্রান্সজেন্ডারও অংশ নিয়েছেন৷ তবে ৯৪ প্রতিযোগীর মধ্যে শেষ হাসি হেসেছেন গ্রে৷
মিস ফিলিপাইন্স
ফিলিপাইন্সের ক্যাটরিওনা গ্রে মিস ইউনিভার্স ২০১৮ হয়েছেন৷ তাঁর মা ফিলিপিনো এবং বাবা অস্ট্রেলীয় বংশোদ্ভূত৷ ঝকমকে লাল যে গাউনটি তিনি চূড়ান্ত আসরে পরেছিলেন, সেটি তাঁর মায়ের জন্মস্থান আলবে প্রদেশের মায়ন ভল্কানোর প্রতীক বলে জানিয়েছেন তিনি৷ ২৪ বছর বয়সি এই গায়িকা এবং মডেল বলেন, ‘‘আমার বয়স যখন ১৩, তখন আমার মা বলেছিলেন যে, তিনি স্বপ্ন দেখেছেন আমি লাল পোশাক পরা অবস্থায় মিস ইউনিভার্স খেতাব জয় করেছি৷’’
প্রথম রানার-আপ: দক্ষিণ আফ্রিকার টামারিন গ্রিন
আসরের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী সম্ভবত এ বছরের মিস ইউনিভার্স খেতাবটি জিততে চলেছেন৷ ২৪ বছর বয়সি টামারিন গ্রিনকে অনেকেই ফেবারিট মনে করেছিলেন৷ কেপ টাউনের এই মেডিকেল শিক্ষার্থী যক্ষ্মারোগের বিরুদ্ধে তাঁর নিজের লড়াইয়ের কথা জানিয়েছেন প্রতিযোগিতায়৷ পাশাপাশি এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে #ব্রেকদ্যস্টিগমা ক্যাম্পেইনে নিজেকে সম্পৃক্ত করার কথা জানিয়েছেন৷
দ্বিতীয় রানার-আপ: ভেনেজুয়েলার স্টিফানি গুতিয়েরেজ
১৯ বছর বয়সি স্টিফানি গুতিয়েরেজ দ্বিতীয় রানার-আপ হয়েছেন৷ বিচারকদের তিনি জানান, ভেনেজুয়েলায় কর্মজীবী নারীদের এক পরিবারে তিনি বেড়ে উঠেছেন৷
ইতিহাস সৃষ্টি: স্পেনের আনগেলা পোন্স
যদিও তিনি প্রতিযোগিতার চূড়ান্ত বিশ জনের তালিকায় স্থান পাননি, তা সত্ত্বেও ইতিহাস গড়েছেন স্পেনের আনগেলা পোন্স৷ তিনি মিস ইউনিভার্স স্পেন খেতাব জয় করা প্রথম ট্রান্সজেন্ডার নারী৷
মিস জার্মানি: সেলিন ভিলার্স
স্টুটগার্টের মেয়ে ২৫ বছর বয়সি শিক্ষার্থী সেলিন ভিলার্স এ বছর মিস ইউনিভার্স ২০১৮-তে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন৷ ইতোমধ্যে টিভি শো হোস্ট হিসেবে পরিচিতি পাওয়া এই নারী আগামী দশ বছরের মধ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠান চালু করার ইচ্ছা প্রকাশ করেছেন৷ ভবিষ্যতে আরো বেশি নারীকে নেতৃত্বদানকারী অবস্থানে দেখতে চান তিনি৷