‘রিয়্যালিটি শো’
২৭ সেপ্টেম্বর ২০১২‘রিয়্যালিটি শো' তাড়াতাড়ি বিখ্যাত হবার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম৷ এখানে সফল হলে বিখ্যাত হওয়া যায় রাতারাতি, আসে প্রচারের আলোয় থাকার মোক্ষম সুযোগ আরো আসে আর্থিক স্বচ্ছলতা৷
অনেকের বেলাতেই এমনটি হয়েছে৷ তবে তাঁদের কেউ কেউ খুব তাড়াতাড়িই হারিয়ে যেতে বসেছেন বিস্মৃতির অতলে, স্বচ্ছলতার পাশাপাশি শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত হবার সুযোগ তাঁরা প্রায় হারিয়ে বসেছেন৷
২০০৮ সালের চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জানিতা আহমেদ ঝিলিক সেখানে উজ্জ্বল ব্যতিক্রম৷ কৈশোরেই খ্যাতি পেয়ে গেলেও খ্যাতি আর ঐশ্বর্যের পেছনে ছোটেননি৷ লেখাপড়ার স্বার্থে তিন বছর ছিলেন প্রচারের আলোর বাইরে৷ তবে সংগীতসাধনায় ছেদ পড়েনি তখনো৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ঝিলিক জানালেন, সাংগীতিক পরিবারে জন্ম বলে গান আর লেখাপড়া পাশাপাশি চালাতে অনেক সুবিধে হচ্ছে তাঁর৷ এভাবে চললে লক্ষ্যের দিকেই এগিয়ে যাবেন৷ তবে ঝিলিক মনে করেন পখটা আরো সুগম হবে মিডিয়া পাশে থাকলে৷
সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ