বুন্ডেসলিগা
৩ সেপ্টেম্বর ২০১২স্টুটগার্টের বিরুদ্ধে ছয়টি গোল করতে বায়ার্ন মিউনিখ সাকুল্যে সময় নিয়েছে ২০ মিনিট৷ প্রত্যাশিতভাবে, প্রথমার্ধেই খেলায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বায়ার্ন৷ তবে প্রথমে একটি গোল হজম করতে হয় সেদলকে৷ স্টুটগার্টের মার্টিন হানরিক এক নান্দনিক শটে বল গোলে জড়ান৷
এই গোলের পরই স্টুটগার্টের কপালে দুর্ভাগ্যের কালো ছায়া নেমে আসে৷ গোল হজমের সাত মিনিট পরেই তা ফিরিয়ে দেয় বায়ার্ন৷ সেদলের থমাস ম্যুলার গোল শোধ করেন৷ এই গোলের মাত্র ষাট সেকেন্ড পরেই দলকে এগিয়ে নিয়ে যান টনি ক্রোস৷ গোলপোস্টের অনেক দূর থেকে সরাসরি শট নিয়ে বায়ার্নের পক্ষে দ্বিতীয় গোলটি করেন এই তারকা৷ অবশ্য তৃতীয় গোলটিও এসেছে লম্বা শট থেকেই৷ প্রথমার্ধ শেষ হওয়ার আগে বাম পায়ের শটে এই গোলটি করেন বায়ার্নের ব্রাজিলীয় তারকা লুইজ গুস্তাভো৷
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য আরো জ্বলে ওঠে বায়ার্ন৷ প্রথম চার মিনিটে তিনটি গোল করে সেদল৷ মানজুকিচ, ম্যুলার এবং বাস্টিয়ান শোয়াইন্সটাইগার প্রত্যেকেই একটি করে গোল করেন দ্বিতীয়ার্ধে৷ স্বাগতিকদের এই খেলার কাছে একেবারেই অসহায় ছিল স্টুইগার্ট৷
শুধু বড় ব্যবধানে পরাজয়ই স্টুটগার্টের জন্য একমাত্র হতাশার কারণ নয়৷ খেলার ৭৪ মিনিটে বলের দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয় স্টুইগার্টের বসনীয় তারকা ভেডাট ইবিসেভিচ এবং বায়ার্নের জেরোম বোয়াটেং এর মধ্যে৷ ইবিসেভিচ এসময় বোয়াটেংকে বুক দিয়ে ধাক্কা মারেন৷ রেফারি বিষয়টি পরিষ্কার দেখতে পান এবং ইবিসেভিচকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করেন৷ এরপর অবশ্য খেলায় শান্ত পরিস্থিতি ফিরে আসে৷
রবিবার এই জয়ের পর লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেছে বায়ার্ন মিউনিখ৷ সেদলের পয়েন্ট সংখ্যা ৬ এবং গোল ব্যবধান ৮৷ অন্যদিকে, দুই গোল শেষে স্টুটগার্টের অবস্থান পয়েন্ট তালিকার একেবারে নিচে৷
প্রতিবেদন: ডেভিড রাইস / এআই
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী