1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে বহুজাতিতত্ত্বকে ব্যর্থ বলে আখ্যা দিলেন ক্যামেরন

৫ ফেব্রুয়ারি ২০১১

দীর্ঘদিন ধরে চলে আসা বহুজাতিতত্ত্বকে ‘ব্যর্থ’ বলে খারিজ করে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ মিউনিখের নিরাপত্তা সম্মেলনে মধ্যপ্রাচ্যে ঝড় উঠেছে বলে মন্তব্য করলেন হিলারি ক্লিন্টন৷

https://p.dw.com/p/QyUR
ম্যার্কেল, ক্যামেরন, মিউনিখ, নিরাপত্তা, জঙ্গিবাদ, বহুজাতিতত্ত্ব, ব্রিটিশ, ব্যর্থ, সমাজ, ইসলাম
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ম্যার্কেল এবং ক্যামেরনছবি: picture-alliance/dpa

দীর্ঘদিনের মতবাদ বহুজাতিতত্ত্ব ব্যর্থ

ব্রিটেনের রক্ষণশীল দলের তরুণ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটিশ মুসলিমদের জঙ্গিবাদে উৎসাহী হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যর্থ বলে আখ্যায়িত করলেন দীর্ঘদিনের এক সামাজিক তত্ত্বকে৷ ব্রিটেন সহ ইউরোপের বেশ কিছু দেশে যেহেতু বিভিন্ন দেশের অভিবাসীদের আনাগোনা গত পাঁচ ছয় দশক ধরে অব্যাহত, অতএব ক্যামেরনের যুক্তি, তারা সমাজের মূলস্রোতে সম্পৃক্ত হয়নি৷ হবেও না৷ এক্ষেত্রে সামাজিক কাঠামোকে জোরদার করতে এইসব অভিবাসীদের, বিশেষ করে মুসলিমদের জন্য আলাদা করে ভাবনাচিন্তা করার প্রয়োজনীয়তার কথাই বলেছেন ক্যামেরন৷ তাঁর মতে, জাতীয় আত্মপরিচয়কে আরও সুদৃঢ় করার দরকার৷ প্রয়োজন বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের সর্বস্তরীয় গ্রহণযোগ্যতা৷ ক্যামেরন মনে করছেন, বহুজাতিতত্ত্বের প্রাচীন ধারণাকে বদলে দেওয়ার সময় এসে গেছে৷ বিষয়টিকে নিয়ে নতুন করে ভাবতে হবে৷

বহুজাতিতত্ত্ব ব্যর্থ ইউরোপের অন্যত্রও

শুধু ব্রিটেনেই নয়, ইউরোপের বহু দেশেও এই একই ব্যর্থতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ক্যামেরন৷ প্রসঙ্গত, জার্মান সমাজে বহুজাতিতত্ত্বের ব্যর্থতার কথা বলে গত বছরেই কিছুটা সমালোচনার শিকার হয়েছিলেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ অভিবাসীদের সমাজের মূলস্রোতের সঙ্গে অঙ্গীভূত করতে জার্মানি এতদিন সেভাবে কিছু করেনি বলে মতপ্রকাশ করেছিলেন তিনি৷ আর সে কারণেই জঙ্গিবাদ উস্কানি পেয়ে গেছে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন ম্যার্কেলের সুরেই সুর মিলিয়েছেন৷ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশ এই সমস্যার মুখোমুখি৷ দীর্ঘদিন ধরে বহুজাতিতত্ত্বকে প্রশ্রয় দিয়ে তার সহনশীলতার মাত্রা ছাড়িয়ে গেছে বলে মনে করেন তিনি৷ প্রকাশ্যে যারা গণতন্ত্র এবং সকলের সমানাধিকারের বিরোধিতা করেছে, তাদেরকে সহ্য করা হয়েছে শুধুমাত্র এই ভুল তত্ত্বকে মেনে নিয়ে৷ সেসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ তা না হলে জঙ্গিবাদ আরও বেশি প্রশ্রয় পাবে ইউরোপে৷

Sicherheitskonferenz München / Guttenberg
নিরাপত্তা সম্মেলনে ভাষণ দিচ্ছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী গ্যুটেনব্যার্গ৷ছবি: dapd

মিউনিখে মিশর হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু

মিউনিখের নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণকারী জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন প্রমুখ নেতার মতে, মিশরের পরিস্থিতি অনেক দিকনির্দেশ করছে৷ ক্লিন্টনের বক্তব্য, মধ্যপ্রাচ্য জুড়ে এক মহা ঝড় উঠেছে৷ যা পরিণতিতে অনেক পরিবর্তন সাধিত করে দেবে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মতে, মিশরে মুবারককে হটিয়ে অন্তর্বর্তী নির্বাচনের পথ নিলে তাতে কোন সমাধান আসবে না৷ মিউনিখ সম্মেলনে অংশগ্রহণকারী ইউরোপীয় নেতারা কিন্তু চাইছেন মিশরে মুবারকের পদত্যাগের পর আসুক একটি গণতান্ত্রিক সরকার৷ তবে মুবারক এখনই সরে গেলে ধর্মান্ধ জঙ্গিবাদ মিশরে ক্ষমতা দখল করে নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কোন কোন নেতা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই