রায়ান এয়ারে মাস্ক পরতে হবে
১৪ মে ২০২০রাইন এয়ার জানিয়েছে, জুলাইয়ে দিনে প্রায় এক হাজার ফ্লাইট চালু করা হবে যা বিমানসংস্থাটির মোট ফ্লাইটের শতকরা ৪০ ভাগ৷ তবে, এসব ফ্লাইটের মাধ্যমে তাদের যাত্রাপথ বা রুটের ৯০ ভাগ কাভার করা সম্ভব হবে বলেও জানিয়েছে সংস্থাটি৷ রায়ান এয়ার আশা করছে ইইউ-তে যে অস্থায়ী ভ্রমন নিষেধাজ্ঞা রয়েছে তা শীঘ্রই উঠে যাবে এবং বিমানবন্দরগুলোতে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হবে৷
ফ্লাইটগুলোতে যাত্রী এবং ক্রুদের সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে৷ তবে, যাত্রাপথে যাতে কারো অসুবিধা নয় হয় সেজন্য প্রয়োজনে বিমানের তাপমাত্রা কিছুটা কমিয়ে রাখা হবে৷ করোনা মহামারীকালে বিমানে টয়লেটের সামনে লাইনে দাঁড়িয়ে থাকায়ও নিষেধাজ্ঞা থাকবে এবং জরুরি প্রয়োজনে বিমান এটেনডেন্টদের সাথে যোগাযোগ করতে হবে৷ তাছাড়াও যাত্রা বিরতি এবং গন্তব্য জানাতে যাত্রীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে৷ সেসব ডেটা ইউরোপীয় ইউনিয়নে পাঠানো হবে যাতে কোয়ারেন্টাইনের সব নিয়মকানুন পর্যবেক্ষণ করা যায়৷
উল্লেখ্য, গত সপ্তাহে জার্মান বিমান সংস্থা লুফৎহানসা জুনের মাঝামাঝি পর্যন্ত নিয়মিত ফ্লাইট চালু করার কথা ঘোষণা করেছে৷ তবে পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা সম্পর্কে কিছু জানানো হয়নি৷
এনএস/কেএম (রয়টার্স, এএফপি)