মাস্ক না পরা এক ক্রেতার কাণ্ড
৩০ অক্টোবর ২০২০বিজ্ঞাপন
বর্তমান পরিস্থিতিতে জার্মানির যে কোনো দোকানে ঢুকতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক৷ ৪১ বছর বয়সি ওই ক্রেতামাস্ক ছাড়াই শপিং সেন্টারের এক সুপার মার্কেটে ঢুকে পড়লে একজন নিরাপত্তা কর্মচারী তার দৃষ্টি আকর্ষণ করেন৷ পরে পুলিশ আসায় ক্রেতা পুলিশকে জানান যে, তার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক নয় এবং এ ব্যাপারে তার কাছে ডাক্তারের সার্টিফিকেট রয়েছে৷ তবে তিনি তা তখন দেখাতে রাজি হননি৷
নিরাপত্তাকর্মী তাকে দোকান থেকে চলে যেতে বলায় তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং নিরাপত্তা কর্মীর গালে চড় মারেন৷ ফলে তার দাঁতের একটি অংশ ভেঙে যায় বলে বৃহস্পতিবার নুরেমবার্গ শহরের পুলিশ জানিয়েছে৷ নিরাপত্তাকর্মীকে শারীরিক আঘাতের অভিযোগ তদন্ত করছে পুলিশ৷
তবে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ডাক্তারের সার্টিফিকেটটি তার সাথেই ছিল এবং সেটা পরে তিনি স্বেচ্ছায় দেখিয়েছেন৷
এনএস/এসিবি (এএফপি)