মালয়েশিয়ার নিখোঁজ বিমান
৩০ জুলাই ২০১৫ভারত মহাসাগরে লা রেউনিয়ঁ দ্বীপে ভেসে এসেছে বিমানের একটি অংশ, যা প্রায় ৫০০ দিন আগে নিরুদ্দেশ হওয়া এমএইচ-৩৭০ বিমানের বলে ধরে নেওয়া হচ্ছে৷ এখনো চূড়ান্ত প্রমাণ পাওয়া না গেলেও বিশেষজ্ঞরা এ বিষয়ে মোটামুটি নিশ্চিত৷ কারণ বিষুবরেখার দক্ষিণে অন্য কোনো বোয়িং ৭৭৭ মডেলের বিমান কখনো ধ্বংস হয়নি৷ ফ্রান্সের বিইএ বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা বিমানের অংশটি পরীক্ষার কাজ শুরু করে দিয়েছে৷
মালয়েশিয়ার উপ-পরিবহণ মন্ত্রী বলেছেন, তাঁর প্রশাসন প্রায় নিশ্চিত যে, বিমানের অংশটি এমএইচ-৩৭০ বিমানেরই৷ সেটি শনাক্ত করতে দিন দুয়েক লাগতে পারে বলে মালয়েশিয়ার তদন্তকারীদের ধারণা৷ অস্ট্রেলিয়ার পরিবহণ মন্ত্রী ওয়ারেন ট্রাস বলেন, লা রেউনিয়ঁ দ্বীপে পাওয়া বিমানের ‘ফ্ল্যাপেরন' অংশটির উপর যে সংখ্যা লেখা রয়েছে, তার সাহায্যে সেটিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হবে৷ সে দেশের সমুদ্রবিজ্ঞান সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ডেভিড গ্রিফিন এমএইচ-৩৭০ উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন৷ তাঁর মতে, বাতাস ও সমুদ্রের স্রোত বিমানের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের দক্ষিণে ঘটনাস্থল থেকে অনায়াসে উত্তরে নিয়ে যেতে পারে৷ উল্লেখ্য, মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে এই মুহূর্তেও একাধিক অভিযান চালু রয়েছে৷
গত বছরের মার্চ মাসে বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার পথে ২৩৯ জন যাত্রী ও কর্মী সহ নিখোঁজ হয়ে গিয়েছিল৷ বিমানটির খোঁজে বিশাল মাপের উদ্ধার অভিযান চালানো সত্ত্বেও সাফল্য আসেনি৷
এদিকে ২০১৪ সালের এপ্রিল মাসে ইউক্রেনের আকাশে এমএইচ-১৭ বিমান ধ্বংসের কারণ তদন্ত করতে জাতিসংঘের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ বিফল হয়েছে৷ এই লক্ষ্যে নিরাপত্তা পরিষদে আনা এক প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে রাশিয়া৷ ১৫টি সদস্য দেশের মধ্যে ১১টি প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৩টি দেশ ভোটদানে বিরত থাকে৷ রুশপন্থি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ধ্বংস করেছিল বলে অভিযোগ উঠেছে৷ রাশিয়া এই ঘটনায় জড়িত নয় বলে দাবি করে আসছে৷ তাদের অভিযোগ, ইউক্রেনের সামরিক বাহিনীই এই ঘটনার জন্য দায়ী৷ জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত বলেন, ঘটনাস্থলে রুশ তদন্তকারীদের কাজ করতে দেওয়া হয়নি৷ ফলে এখন জাতিসংঘের উদ্যোগে তদন্ত হলেও কোনো পক্ষপাত হবে না, এমন কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না বলে তিনি মনে করেন৷ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই অবস্থানের জন্য রাশিয়ার তীব্র সমালোচনা করেন৷ উল্লেখ্য, এই ঘটনায় ৩৯ জন অস্ট্রেলীয় নাগরিক নিহত হয়েছেন৷
এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ, এএফপি)