1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালিতে পণবন্দি নাটক

২০ নভেম্বর ২০১৫

শুক্রবার পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে অভিজাত ব়্যাডিসন ব্লু হোটেলের উপর হামলা চালিয়ে ১৭০ জন অতিথি ও কর্মীকে জিম্মি করে ‘‘জনা দশেক'' বন্দুকধারী৷ পণবন্দিদের মুক্ত করার পুলিশি অভিযান চলেছে৷

https://p.dw.com/p/1H9QW
Mali Geiselnahme Hotel in Bamako
ছবি: picture-alliance/AP Photo/H. Traore

সর্বশেষ খবর অনুযায়ী অন্তত ৮৭ জন পণবন্দি মুক্ত৷ তাঁদের মধ্যে কিছু পণবন্দি দৃশ্যত পবিত্র কোরানের সূত্র আবৃত্তি করে প্রমাণ করেন যে তাঁরা মুসলমান৷ আর সেজন্যই নাকি তাঁদের ছেড়ে দেওয়া হয়৷ অন্যদের মুক্ত করা হয় অথবা তাঁরা পালাতে সমর্থ হন৷ তবে হোটেলের ভিতরে এখনও ১২৪ জন অতিথি ও ১২ জন হোটেলকর্মী রয়েছেন, বলে হোটেল কোম্পানি জানিয়েছে৷

মালির সেনাদল, পুলিশ ও বিশেষ বাহিনী অকুস্থলে৷ তাদের সঙ্গে রয়েছে জাতিসংঘের ‘মিনুসমা' শান্তিরক্ষী বাহিনী ও ফরাসি সৈন্যরা, যারা সাবেক ফরাসি উপনিবেশ মালিতে ইসলামপন্থিদের বিরুদ্ধে ‘অপারেশন বরখানে'-তে সংশ্লিষ্ট৷ হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হোটেলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা হয়েছিল৷

Karte Mali Bamako

এ পর্যন্ত হোটেলের তিনজন নিরাপত্তাকর্মীর নিহত হওয়ার কথা শোনা গেছে৷ টার্কিশ এয়ারলাইন্সের পাঁচজন ক্রু-কে ছেড়ে দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু৷ দু’জন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট এখনও হোটেলে রয়েছেন, বলে তিনি জানান৷

হোটেলে অন্তত সাতজন চীনা পর্যটক থাকার কথা জানিয়েছিল চীনের সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা৷ ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ-এর কার্যালয় থেকে জানানো হয়েছিল যে, হোটেলে পণবন্দিদের মধ্যে একাধিক ফরাসি নাগরিক আছেন৷

Mali Geiselnahme Hotel in Bamako
ছবি: S. Rieussec/AFP/Getty Images

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার লুসাকা থেকে জানিয়েছেন যে, দু’জন জার্মান পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে৷ হোটেলে আরো জার্মান আছেন কিনা, তা অজ্ঞাত৷

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটার বার্তায় জানিয়েছেন যে, হোটেলে বিশজন ভারতীয় অবস্থান করছিলেন৷ ভারতীয় রাষ্ট্রদূত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য