মালিতে পণবন্দি নাটক
২০ নভেম্বর ২০১৫সর্বশেষ খবর অনুযায়ী অন্তত ৮৭ জন পণবন্দি মুক্ত৷ তাঁদের মধ্যে কিছু পণবন্দি দৃশ্যত পবিত্র কোরানের সূত্র আবৃত্তি করে প্রমাণ করেন যে তাঁরা মুসলমান৷ আর সেজন্যই নাকি তাঁদের ছেড়ে দেওয়া হয়৷ অন্যদের মুক্ত করা হয় অথবা তাঁরা পালাতে সমর্থ হন৷ তবে হোটেলের ভিতরে এখনও ১২৪ জন অতিথি ও ১২ জন হোটেলকর্মী রয়েছেন, বলে হোটেল কোম্পানি জানিয়েছে৷
মালির সেনাদল, পুলিশ ও বিশেষ বাহিনী অকুস্থলে৷ তাদের সঙ্গে রয়েছে জাতিসংঘের ‘মিনুসমা' শান্তিরক্ষী বাহিনী ও ফরাসি সৈন্যরা, যারা সাবেক ফরাসি উপনিবেশ মালিতে ইসলামপন্থিদের বিরুদ্ধে ‘অপারেশন বরখানে'-তে সংশ্লিষ্ট৷ হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হোটেলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা হয়েছিল৷
এ পর্যন্ত হোটেলের তিনজন নিরাপত্তাকর্মীর নিহত হওয়ার কথা শোনা গেছে৷ টার্কিশ এয়ারলাইন্সের পাঁচজন ক্রু-কে ছেড়ে দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু৷ দু’জন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট এখনও হোটেলে রয়েছেন, বলে তিনি জানান৷
হোটেলে অন্তত সাতজন চীনা পর্যটক থাকার কথা জানিয়েছিল চীনের সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা৷ ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ-এর কার্যালয় থেকে জানানো হয়েছিল যে, হোটেলে পণবন্দিদের মধ্যে একাধিক ফরাসি নাগরিক আছেন৷
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার লুসাকা থেকে জানিয়েছেন যে, দু’জন জার্মান পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে৷ হোটেলে আরো জার্মান আছেন কিনা, তা অজ্ঞাত৷
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটার বার্তায় জানিয়েছেন যে, হোটেলে বিশজন ভারতীয় অবস্থান করছিলেন৷ ভারতীয় রাষ্ট্রদূত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷
এসি/ডিজি (এএফপি, রয়টার্স)