নাচে বাধা
১৪ সেপ্টেম্বর ২০১২ভারত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের বেশিরভাগ আয় আসে পর্যটন থেকে৷ দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে যান দ্বীপটির অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য৷ পৃথিবীর অন্যতম বিলাসবহুল হোটেলগুলো অবস্থিত এখানে৷ মুসলিম দেশ হলেও বিদেশি পর্যটকদের জন্য এসব হোটেলগুলোতে অ্যালকোহল এবং শুকরের মাংস পরিবেশন করা হয়৷ তবে নিজের দেশের তরুণ প্রজন্মের শালীনতা ঠিক রাখতে উদ্যোগী হয়েছে মালদ্বীপের সরকার৷ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে উন্মুক্ত কোনো অনুষ্ঠান কিংবা পার্টিতে ছেলে আর মেয়েরা একসঙ্গে নাচতে পারবে না৷ মালদ্বীপের ‘মিনিভ্যান' নামের পত্রিকায় এই খবরটি ছাপানো হয়েছে৷
যেসব অনুষ্ঠানে কিশোরী কিংবা তরুণীদের নাচতে বলা হয় সেসব অনুষ্ঠানের ওপরও বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷ তবে বাচ্চাদের অনুষ্ঠান, সামরিক বাহিনীর প্যারেড, জাতীয় সংগীত, ছেলে ও মেয়ে স্কাউটদের অনুষ্ঠানগুলো এই বিধি নিষেধের বাইরে থাকবে৷
যুব মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ শরিফ বলেছেন, ধর্ম আর সংস্কৃতি বহির্ভূত এইসব নাচ গান নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলে আসছে৷ সরকারের নতুন এই নিয়ম কানুন কেবল অশ্লীল আচরণকে ঠেকানোর উদ্দেশ্যে৷ নিয়মে বলা হয়েছে, যদি কেউ অশ্লীলভাবে নাচে তাহলে সেটা বন্ধ করতে হবে, বলেন, মালদ্বীপের মন্ত্রী৷
আরআই/জেডএইচ (এএফপি)