ট্রাম্পের কর সংস্কার অনুমোদিত
২০ ডিসেম্বর ২০১৭বুধবার সকালে মার্কিন সেনেটে ৫১ বনাম ৪৮ ভোটে বিলটি গৃহীত হয়৷ ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কেননা কর সংস্কার সংক্রান্ত বিলটি যদি সত্যিই চূড়ান্তভাবে অনুমোদিত হয়, তাহলে সেটা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ও প্রণীত প্রথম বড় আইন৷
সেনেটে পার্টি লাইন অনুযায়ী ভোটে সব ডেমোক্র্যাট সদস্যরাই বিলটির বিরুদ্ধে ভোট দেন৷ ট্রাম্পের কর সংস্কারের ফলে কোম্পানিগুলির কর্পোরেট ট্যাক্স এক ধাক্কায় ৩৫ শতাংশ থেকে কমে ২১ শতাংশ দাঁড়াবে৷ এছাড়া মার্কিন কোম্পানিরা বিদেশ থেকে তাদের জামানত দেশে ফিরিয়ে আনলে সেই কর ১৫ দশমিক ৫ শতাংশে নেমে যাবে৷ ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে সবচেয়ে কম আয়ের মানুষেরা বছরে ৬০ ডলার কম আয়কর দেবার আশা করতে পারেন; অপরদিকে বছরে সাড়ে সাত লাখ ডলারের বেশি আয়ের ব্যক্তিবর্গের আয়কর প্রায় ৫১,০০০ ডলার কমে যাবে – মিডিয়া জুড়ে এই সব হিসাবনিকাশ করে দেখা ও দেখানো হচ্ছে৷ মোট কথা, করব্যবস্থায় এই রদবদলের ফলে বিত্তশালীরাই বেশি সুবিধা পাবে, বলে আগে থেকেই সমালোচনা শোনা যাচ্ছিল; বিশেষ করে ডেমোক্র্যাট তরফে সেই সমালোচনা ভবিষ্যতে তাদের নির্বাচনি প্রচার অভিযানে একটি বড় অস্ত্র হয়ে দাঁড়াবে, কারণ ট্রাম্পের এই বিল যে সাধারণ মার্কিন জনগণের অত্যন্ত অপ্রিয়, তাতে কোনো সন্দেহ নেই৷
ভোটাভুটি ও ট্রাম্পের টুইট
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাঁর মধ্যপ্রাচ্য যাত্রা স্থগিত রেখে সেনেট চেম্বারে সভাপতিত্ব করেছেন, বিলের পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়লে যাতে তিনি তাঁর নিজের ভোটটি দিয়ে বিলটিকে জেতাতে পারেন৷ বিল পাস হওয়ার পরে পেন্সই সরব হর্ষধ্বনির মধ্যে ঘোষণা করেন: ‘‘কর ছাঁটাই ও কর্মসংস্থান আইনটি পাস হয়েছে৷ এর স্বল্প পরেই ট্রাম্প টুইট করেন: ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট সদ্য ইতিহাসের বৃহত্তম কর ছাঁটাই ও সংস্কার বিলটি পাস করেছে৷ ‘অতি খারাপ ব্যক্তিগত সনদ' (ওবামাকেয়ার) বাতিল৷''
হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকানরা মঙ্গলবারেই ২২৭ বনাম ২০৩ ভোটে কর সংস্কার বিলটি পাস করেন – কোনো ডেমোক্র্যাটই বিলটির পক্ষে ভোট দেননি – কিন্তু বিলটিকে সংশোধনের জন্য ফেরত পাঠাতে হয়, কেননা দৃশ্যত বিলটি সেনেটের নিয়মাবলী ভঙ্গ করেছে৷ সেনেটের নিয়মাবলীর যে তিনটি বিধিকে কেন্দ্র করে আপত্তি, সেগুলির বিষয়বস্তু হলো বাড়িতে ছেলেমেয়েদের শিক্ষা সংক্রান্ত সেভিংস অ্যাকাউন্ট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে দান৷ সেনেটে পাস হওয়ার পর বিলটি আজ বুধবারেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে চূড়ান্ত ভোটের জন্য ফেরত যাবে৷ ভ্রম সংশোধনের পর ডোনাল্ড ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলার অঙ্কের কর সংস্কার বাস্তব হয়ে ওঠার পথে, বলে ধরে নেওয়া যেতে পারে৷
২০১৮ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে এই কর হ্রাস কার্যকরি হবে৷ তবে বড় বড় কোম্পানিদের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স স্থায়ীভাবে কমলেও, ব্যক্তিবর্গের জন্য কর হ্রাসের মেয়াদ ২০২৬ সাল অবধি, সেনেটের নিয়মাবলীতে যেমন নির্দিষ্ট করা আছে৷
ইউরোপীয় অর্থমন্ত্রীরা চিন্তিত
গত সপ্তাহে ইউরোপের পাঁচটি বৃহত্তম অর্থনীতি, অর্থাৎ জার্মান, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও ইটালির অর্থমন্ত্রীবর্গ মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্টিফেন মেনুশিনকে একটি উদ্বেগপূর্ণ পত্র লেখেন এবং মার্কিন কংগ্রেস ও সেনেটের সব উচ্চপদস্থ রিপাবলিকান রাজনীতিকদের কাছে তার কপি পাঠান৷
পত্রের বক্তব্য ছিল, যুক্তরাষ্ট্রে কর হ্রাস সংক্রান্ত বিলটি যদি তার বর্তমান খসড়ায় অনুমোদিত হয়, তাহলে তা বড় বড় কোম্পানিগুলির (‘কর্পোরেশন'-এর) কাছ থেকে ন্যায্য কর আদায়ের বিশ্বব্যাপী প্রথা ভঙ্গ করবে৷ এই বিল ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিবিধ কর আদায় সংক্রান্ত চুক্তিসমূহের বিরুদ্ধে যাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের গোলযোগ সৃষ্টির ঝুঁকি থাকবে'', বলে অর্থমন্ত্রীরা তাদের চিঠিতে মন্তব্য করেছেন৷
এসি/ডিজি (এপি, রয়টার্স)