1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

মার্কিন ড্রোন ধ্বংস করলো রাশিয়ার যুদ্ধবিমান

১৫ মার্চ ২০২৩

কৃষ্ণসাগর এলাকায় এই ঘটনা ঘটেছে। দুই দেশই একে অপরের দিকে আঙুল তুলেছে।

https://p.dw.com/p/4Oglz
ছবি: Aamir Qureshi/AFP via Getty Images

মঙ্গলবার কৃষ্ণসাগরের উপর অ্যামেরিকার একটি ড্রোনে আক্রমণ চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। রাশিয়ার দাবি, ড্রোনটি কৃষ্ণসাগর থেকে আচমকা মুখ ঘুরিয়ে রাশিয়ার আকাশসীমার মধ্যে ঢোকার চেষ্টা করছিল। তখনই রাশিয়া যুদ্ধবিমান নিয়ে ড্রোনটির পাশে যায়। ড্রোনটিকে সরানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ড্রোনটির সঙ্গে সংঘর্ষ হয়। রাশিয়ার অভিযোগ, যুদ্ধ পরিস্থিতিতে অ্যামেরিকার এই কাজ উস্কানিমূলক।

অ্যামেরিকা অবশ্য রাশিয়ার অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, তাদের ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন পরিক্রমা করছিল। আচমকাই রাশিয়ার দুইটি যুদ্ধবিমান তার পাশে আসে এবং ড্রোনটিকে ধ্বংস করা হয়। ড্রোন ধ্বংসের আগে তার উপর বিপুল পরিমাণ তেল ঢালা হয় বলে অভিযোগ। অ্যামেরিকার দাবি, মাঝ আকাশে এভাবে তেল ঢেলে পরিবেশরও বিপুল ক্ষতি করেছে রাশিয়া। অ্যামেরিকার বক্তব্য, উস্কানি বা প্ররোচনার কোনো জায়গাই নেই, রুটিন টহল দিচ্ছিল ড্রোনটি।

রাশিয়ার পাল্টা প্রশ্ন, রুটিন টহল হলে ড্রোনের ট্রান্সপনডার বন্ধ করা ছিল কেন? ট্রান্সপনডার বন্ধ থাকলে তা ট্র্যাক করা যায় না। যোগাযোগও করা সম্ভব হয় না।

বিশেষজ্ঞদের বক্তব্য, ইউক্রেন যুদ্ধের পরিস্থিতে অ্যামেরিকা-রাশিয়ার এই সরাসরি সংঘাত পরিস্থিতি আরো জটিল করতে পারে। বস্তুত, ঘটনার পর রুশ রাষ্ট্রদূতকে তলব করে অ্যামেরিকা।

এসজি/জিএইচ (রয়টার্স, বিবিসি)