মানুষ বন্ধুর প্রতি হাতিটির ভালবাসায় মুগ্ধ সবাই
২০ অক্টোবর ২০১৬এশীয় হাতিদের রক্ষায় কাজ করে ‘সেভ এলিফেন্ট ফাউন্ডেশন' নামে থাইল্যান্ডের একটি বেসরকারি সংস্থা৷ তাদের একটি ভিডিওতে পানিতে ভেসে যেতে থাকা বন্ধুকে বাঁচাতে একটি হাতির চেষ্টা দেখানো হয়েছে৷
থাইল্যান্ডের এলিফেন্ট নেচার পার্কে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ডেরিক নামের এক ব্যক্তি স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে কিংবা ভেসে যাওয়ার অভিনয় করছে, আর তা দেখে খাম লা নামের একটি হাতি তাকে উদ্ধার করছে৷ কারণ হাতিটি ভেবেছে বন্ধু ডেরিক হয়ত বিপদে পড়েছে বা তার জীবন সংকটের মুখে৷
বন্ধুর প্রতি হাতির এই ভালবাসার ভিডিওটি ইউটিউবে দেখে সবাই মুগ্ধ৷ অনলাইনে পরিবেশ বিষয়ক সংবাদ প্রকাশকারী সংস্থা ‘এলিফেন্ট নিউজ' ১২ অক্টোবর ইউটিউবে ভিডিওটি আপলোড করে লিখেছে, ‘‘এই ভিডিও আমাদের দেখিয়ে দিচ্ছে যে, আমরা যদি কোনো প্রাণীকে ভালবাসা দিই, তাহলে প্রাণীরাও সবসময় সেই ভালবাসা ফেরত দেয়৷''
গত এক সপ্তাহে ভিডিওটি ৫৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে৷
ইউটিউবে ভিডিওটির নীচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘‘এখন আমরা কি দয়া করে হাতিদের সার্কাসে উপস্থাপন করা এবং দাঁতের জন্য তাদের হত্যা করা বন্ধ করতে পারি?'' আরেকজন লিখেছেন, ‘‘হাতিরা যে গড়পড়তা মানুষের চেয়ে ভালো এই ভিডিওতে তাই দেখানো হয়েছে৷''
জেডএইচ/এসিবি