1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডলফিনও নাম ধরে ডাকে!

২৭ জুলাই ২০১৩

মানুষ যেমন একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করে ডলফিনও নাকি তেমনটা করে৷ সাম্প্রতিক এক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে৷ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে মার্কিন এক জার্নালে৷

https://p.dw.com/p/19Erm
BHS, 2002: Atlantischer Fleckendelfin (Stenella frontalis), Schule in klarem Wasser. [en] Atlantic Spotted Dolphins (Stenella frontalis), group in clear water. | BHS, 2002: Atlantic Spotted Dolphins (Stenella frontalis), group in clear water. Schlagworte 59332, Cetacea, Dauphin tacheté de l'Atlantique, Delfin, Delfine, Delphin, Delphine, Delphinidae, Fleckendelfine, Fleckendelphine, Mammalia, Meer, Natur, Odonotoceti, Saeugetiere, Shop_Unterwasser, Tiere, Unterwasser, Vertebrata, Wale, Wirbeltiere, Zahnwale, animals, couple, dolphins, mammals, marine, nature, shop_underwater, shop_wildlife, toothed whales, vertebrates, whales, 1404040000, 2507250000
ছবি: picture alliance/WILDLIFE

এর ফলে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষের পর ডলফিনই একমাত্র প্রাণী যারা একে অপরকে নাম ধরে আগে৷

স্কটল্যান্ডের পূর্ব উপকূলের প্রায় ২০০টি ডলফিনের উপর গবেষণা করেছেন স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ বিশ্ববিদ্যালয়ের ‘সি ম্যামাল রিসার্চ ইউনিট'-এর স্টেফানি কিং গবেষণা দলের নেতৃত্ব দিয়েছেন৷

তাঁরা বলছেন ‘বটলনোজ' ডলফিনরা একে অপরকে নাম ধরে ডাকে৷ যেমন মা ডলফিন তার সন্তানকে বা এক বন্ধু তার আরেক বন্ধু ডলফিনকে নাম ধরে ডাকে৷

কিং বলছেন, তাঁরা জরিপে অংশ নেয়া ডলফিনগুলোর ভয়েস রেকর্ড করে পরবর্তীতে সেগুলো ‘প্লে' করেন৷ তখন তাঁরা দেখতে পান যে ডলফিনরা যখনই নিজের নাম শুনছে, তখনই উত্তর দিচ্ছে৷ এমনকি একবার নয় কয়েকবার করে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে বা নড়াচড়া করে বুঝিয়ে দিচ্ছে যে তারা এই শব্দের সঙ্গে পরিচিত৷ ‘‘এটা দারুণ একটা অভিজ্ঞতা, কেননা প্রতিক্রিয়াগুলো বেশ শক্তিশালী ছিল,'' বলেন তিনি৷

মার্কিন জার্নাল ‘প্রোসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স'-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে৷

এর আগের গবেষণাগুলোতে এটা জানা গিয়েছিল যে ডলফিন নিজেই নিজের নাম তৈরি করে এবং সমুদ্রে সাঁতার কাটার সময় সেটা প্রচার করতে থাকে৷

জেডএইচ / ডিজি (এএফপি)