মাটির নীচে সতেরোটা পিরামিড মিশরে, বলল উপগ্রহ
২৬ মে ২০১১এক আধটা নয়৷ মোট সতেরোটা প্রচীন পিরামিডের সন্ধান পেল মিশর৷ মাটির তলার সেইসব প্রাচীন পিরামিডগুলির সঙ্গে আরও খবর মিলেছে বহু পুরাতাত্ত্বিক জিনিসপত্রের৷ স্বভাবতই, মিশরের পুরাতত্ত্ব বিভাগ আহ্লাদে আটখানা৷
সতেরোটা পিরামিড, তিন হাজারের বেশি পুরাতাত্ত্বিক বাড়িঘর, অসংখ্য মিনার, প্রচুর প্রাচীন নিদর্শনের এই প্রায় রত্নভান্ডারের সন্ধান স্যাটেলাইট পেয়েছে মিশরের নীলনদের উপত্যকায়৷
কীভাবে এল এই আশ্চর্য আবিষ্কার? এই গবেষণার দায়িত্বে যিনি ছিলেন, সেই ড. সারা পারকাক নাসার তরফে বলেছেন, এমন একটা আবিষ্কার অকল্পনীয়৷ দুই বছর ধরে আমরা সন্ধান চালিয়েছি৷ প্রথাগত পদ্ধতিতে পাওয়া গিয়েছিল মাত্র দুটি প্রাচীন পিরামিডের সন্ঘধান৷ তারপর আমরা ইনফ্রা রে ব্যবহার করলাম৷
ইনফ্রা রে নাকি মাটির তলার ৭০০ মিটার পর্যন্ত অনায়াসে গিয়ে ছবি তুলে ফেলে৷ আর তাতেই কেল্লাফতে৷ সবচেয়ে উত্তেজক দৃশ্য অবশ্য টানিসে দেখেছেন বলে জানিয়েছেন ডা. সারা পরাকাক৷ বলেছেন, যেন ইতিহাস চোখের সামনে ফুটে উঠেছে৷
আর এই ইতিহাস চোখের সামনে ফুটে ওঠার খবরে সত্যিই খুশি মিশরের পুরাতত্ত্ব বিভাগ৷ দপ্তর প্রধান জহি হাবাস সাংবাদিকদের সুখবর জানিয়ে বলেছেন, মিশরের পর্যটন আরও গতি পাবে এই নতুন আবিষ্কারের পর৷ এবার শুরু হবে এগুলিকে খুঁড়ে বের করার পালা৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: ফাহমিদা সুলতানা