1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মা’কে মিষ্টি খাওয়ানোয় বাবাকে মারধর

২৬ অক্টোবর ২০১৮

বাবা’র গায়ে হাত তোলার এই ভিডিওটি নিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে পশ্চিমবঙ্গে৷ ‘অপরাধ’ ছিল, বিজয়া দশমীর দিন স্ত্রীকে মিষ্টি খাওয়াতে গিয়েছিলেন সেই বৃদ্ধ৷ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ এসে গ্রেফতার করে ছেলেকে৷

https://p.dw.com/p/37ESH
প্রতীকী ছবিছবি: AFP/Getty Images

মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর৷ ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগর জেলার অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিল্ডিং মোড় এলাকায়৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মানিকলাল বিশ্বাস নামের ৮০ বছর বয়সি এক বৃদ্ধের স্ত্রী দুর্গাপূজার বিজয়া দশমীতে স্বামীকে প্রণাম করেন৷ ঘরেই রাখা ছিল মিষ্টির প্লেট৷ মানিকলাল প্লেট থেকে একটা মিষ্টি তুলে দেন স্ত্রী'র মুখে৷ যদিও তিনি তা খাননি৷ কারণ, তিনি ডায়বেটিসের রোগী৷

অবশ্য তা মনে ছিল না বৃদ্ধের৷ বৃদ্ধের যুবক পুত্র প্রদীপ তখন ঘরে ছিলেন না৷ ছিলেন পুত্রবধু৷ ফিরে এসে ‘খবর পেয়ে’ রীতিমতো হামলে পড়েন বৃদ্ধ পিতার ওপর৷ একের পর এক চড়-থাপ্পর মারতে থাকেন এবং ধমকা- ধমকি করতে থাকেন৷

এই ঘটনার ভিডিও ধারণ করেছেন এক প্রতিবেশী৷ পরে সুজন দত্ত নামের একটি ফেসবুক আইডি থেকে বুধবার তা প্রকাশ করা হয়৷ এরপর একদিনেই প্রায় ১৪ লাখ ভিউ হয়৷ ৬২ হাজারেরও বেশিবার শেয়ার হয়৷ পুত্রের এমন আচরণের সমালোচনায় মুখর হয়ে ওঠে পুরো ফেসবুক৷

এরপর বিষয়টি দৃষ্টিগোচর হয় পুলিশের৷ স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরে পুলিশ এসে মানিকলালের সঙ্গে কথা বলে৷ মানিকলাল ঘটনার কথা পুলিশকে জানান এবং এ-ও বলেন যে, তিনি সবসময়ই পুত্রের মারধরের আতঙ্কে দিন কাটান৷ অভিযুক্ত পুত্রকে গ্রেফতার করে পুলিশ৷

এদিকে পরে এই ছেলেকেই ছাড়িয়ে নিতে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ অশোকনগর থানায় হাজির হন মানিকলাল৷ থানার ওসি-কে তিনি বলেন, ছেলে ভুল করে ফেলেছে, তবু এবারের মতো ছেড়ে দেয়া হোক৷ তবে ততক্ষণে মামলা হয়ে গেছে৷ তাই অভিযুক্তকে থানা থেকে ছাড়েনি পুলিশ৷

পরদিন আদালত থেকে ছেলেকে জামিনে মুক্ত করে আনেন মানিকলাল৷

জেডএইচ/এসিবি