1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইক্রোসফট-গুগল লড়াই জমে উঠছে

১৪ জুলাই ২০০৯

ইন্টারনেট জায়ান্ট গুগল বাজারে নতুন অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়ে তথ্যপ্রযুক্তি দুনিয়ায় যে আলোড়ন তুলেছিল তার পাল্টা জবাব দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট৷

https://p.dw.com/p/IpGI
সম্প্রতি গুগল মাইক্রোসফটের একচেটিয়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে ক্রম অপারেটিং সিস্টেম চালুর প্রতিশ্রুতি দিয়েছেছবি: AP

সোমবার এক ঘোষণায় তারা বলেছে, জনপ্রিয় অফিস সফটওয়্যারের অনলাইন ব্যবহার উপযোগী নতুন সংস্করণ আনবে তারা৷ যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে প্রতিষ্ঠানের ওয়ার্ল্ডওয়াইড পার্টনার কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়৷

এতে বলা হয়, নেক্সট জেনারেশন অফিস, ভিসিও, প্রজেক্ট ও শেয়ারপয়েন্ট সার্ভিস প্রোগ্রামগুলো আগামী বছরের প্রথমার্ধে বাজারে ছাড়া হবে৷ ইতিমধ্যেই এগুলোর নির্মাণ প্রায় শেষ হয়ে এসেছে জানিয়ে আরো বলা হয়েছে, নির্বাচিত কয়েক লাখ মানুষের মধ্যে প্রোগ্রামগুলো পাঠানো হচ্ছে যাতে তারা পরীক্ষা করে দেখতে পারেন৷

BdT Windwos Vista in USA auf dem Markt
জনপ্রিয় অফিস সফটওয়্যারের অনলাইন ব্যবহার উপযোগী নতুন সংস্করণ আনবে মাইক্রোসফটছবি: picture-alliance/dpa

বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যারটির মূল যে জিনিসটি হালনাগাদ করা হচ্ছে তা হলো, অনলাইনে সংযুক্ত যেকোনো কম্পিউটারের সঙ্গে একযোগে কাজ করার সুবিধা৷ এখন কেবল একই নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারের সঙ্গেই এই প্রোগ্রাম দিয়ে কাজ করা যায়৷

অফিসের ওয়েবউপযোগী সংস্করণটি হবে বেশ হালকা৷ এতে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল ও ওয়াননোট এর ব্রাউজার সংস্করণও থাকবে বলে জানিয়েছে মাইক্রোসফট৷ এর ফলে, কাজ করার সময় অনলাইনে রয়েছে এরকম যেকোন নথি বা উপাত্তের সহায়তা নেওয়া যাবে৷ ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও ওয়াননোট এ কয়েকজন একসঙ্গে কাজও করতে পারবে৷

অফিস গ্রুপের কর্মকর্তা ক্রিস ব্রায়ান্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা এমনভাবে প্রোগ্রামটি ওয়েবে নিয়ে যেতে চেয়েছি যাতে ব্যবহারকারীদের ঝামেলা না হয়৷ পাশাপাশি মানও যেন বজায় থাকে৷

গুগল এখনই এ ধরণের সুবিধা দিচ্ছে৷ ম্যাট রোসেফ নামের এ সংশ্লিস্ট একজন বিশ্লেষক বলছেন, ঘটনা হচ্ছে গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকে মাইক্রোসফট এ উদ্যোগ নিয়েছে৷

সম্প্রতি গুগল মাইক্রোসফটের একচেটিয়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে ক্রম অপারেটিং সিস্টেম চালুর প্রতিশ্রুতি দিয়েছে৷ বিশ্লেষকরা দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের এ লড়াইকে প্রযুক্তি যুগের সবচেয়ে বড় লড়াই বলে মনে করছেন৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক