রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ
৩১ মে ২০১৮রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের বিরোধী বলে পরিচিত ৪১ বছর বয়সি রুশ সাংবাদিক আর্কাডি বাবচেংকো ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকেন৷ মঙ্গলবার সন্ধ্যায় জানা যায়, তাঁকে নিজের ফ্ল্যাটেই গুলি করে হত্যা করা হয়েছে৷ তাঁর স্ত্রী রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দিয়েছেন৷ ইউক্রেনের সরকারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওইসিডি এই ‘হত্যাকাণ্ডের' কড়া সমালোচনা করেছিল৷
বুধবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে দিয়ে বাবচেংকো উপস্থিত হন৷ তিনি বলেন, গোটা ঘটনা ছিল সাজানো নাটক৷ তবে তাঁকে হত্যার ষড়যন্ত্রের খবরটি অবশ্যই সত্য৷ রাশিয়ার সেই হামলা থেকে তাঁকে বাঁচাতেই ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এই নাটক সাজিয়েছিল৷ ফলে তিনি ঠিক সময়ে পালিয়ে যেতে পেরেছিলেন৷ এর জন্য তিনি ইউক্রেনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ বাবচেংকো গোটা ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন৷ বিশেষ করে নিজের স্ত্রী'র ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্যও তিনি ক্ষমা চেয়েছেন৷ এসবিইউ দাবি করেছে যে, তারা বাবচেংকোসহ ইউক্রেনে ৩০ জন ব্যক্তির হত্যার ষড়যন্ত্রের খবর পেয়ে সেই প্রচেষ্টা বানচাল করতে অভিযান চালিয়েছিল৷
বাবচেংকোকে ঘিরে নাটকের প্রেক্ষাপটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা নতুন এক মাত্রা পেলো৷ ২০১৪ সালে ইউক্রেনে রাশিয়া-সমর্থিত এক সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি ঘটতে থাকে৷ তখন থেকেই পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ বর্তমান সরকার ও ক্রেমলিনের মধ্যে সংঘাত চলে আসছে৷ বাবচেংকোর ঘটনার পর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তীব্র শ্লেষ প্রকাশ করে লিখেছে যে, ইউক্রেন প্রচারণার উদ্দেশ্যে গোটা ঘটনাটি সাজিয়েছে৷
পুটিনবিরোধী অনেক সাংবাদিককে গত কয়েক বছরে হত্যা করা হয়েছে৷ তাই বাবচেংকোর দাবি বিশ্বাসযোগ্য বলে অনেকে মনে করছেন৷ রুশ প্রশাসন অবশ্য বার বার এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে৷ বাবচেংকোকে ঘিরে ইউক্রেনের ভূমিকারও প্রবল সমালোচনা শোনা যাচ্ছে৷ সাংবাদিকদের কিছু সংগঠনের অভিযোগ, এর ফলে সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে এবং রুশ প্রশাসন প্রচারণার নতুন হাতিয়ার পেয়ে গেছে৷
‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' সংগঠন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার ভূমিকার প্রবল সমালোচনা করেছে৷ সংগঠনের মহাসচিব বলেন, রাষ্ট্র তথ্য নিয়ে খেলা করলে বিষয়টি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)