সমালোচনার মুখে সরকার
১৮ জানুয়ারি ২০১৩সর্বশেষ বুধবার দু'টি বাম দলের হরতালে পুলিশ মরিচের গুড়া ব্যবহার করে৷ এর আগে বিএনপি'র নেতৃত্বে ১৮ দলের হরতাল এবং শিক্ষকদের এমপিওভুক্তির আন্দোলন দমাতেও এই মরিচের গুড়া ব্যবহার করা হয়৷ পুলিশ সূত্র জানায়, চলতি বছরেই আরো পাঁচ হাজার মরিচের গুড়া আমদানি করা হয়েছে৷ তবে পুলিশে নাকি কাঁদানে গ্যাসের বিকল্প হিসেব মরিচের গুড়া যোগ হয়েছে আরো এক বছর আগে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ক্যামেস্ট্রি বা রসায়ন এবং কেমিকাল প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. নুরুল আমিন ডয়চে ভেলেকে জানান, মরিচের গুড়া বা পেপার স্প্রেতে ক্ষতিকর রসায়নিক পদার্থ থাকে৷ আর তা মানবদেহের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে৷ এমনকি কেউ চিরজীবনের জন্য দৃষ্টি শক্তিও হারাতে পারেন৷
তিনি বলেন, উন্নত বিশ্বে একসময় দাঙ্গা-হাঙ্গামা দমনে মরিচের গুড়া ব্যবহার করা হতো৷ কিন্তু মানবদেহের ক্ষতির কথা বিবেচনা করে এখন তা নিষিদ্ধ করা হয়েছে৷ তবে এখনও হিংস্র পশু দমন করতে এর ব্যবহার আছে৷
ড. নুরুল আমিন বলেন, মানবাধিকার এবং মানব দেহের কথা মাথায় রাখলে এই মরিচের গুড়ার ব্যবহার কোনোভাবেই মেনে নেয়া যায়না৷
এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভুইয়া বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে এই মরিচের গুড়া ব্যবহার বন্ধে সরকারকে লিগাল নোটিশ পাঠিয়েছেন৷ ২৪ ঘণ্টার মধ্যে তিনি সরকারকে এই সিদ্ধান্ত নিতে বলেছেন, অন্যথায় আদালতে যাবেন৷ তিনি লস অ্যাঞ্জেলেস টাইমস-এর উদ্ধৃতি দিয়ে বলেছেন, ১৯৯০ থেকে ১৯৯৫ সালে মরিচের গুড়ার কারণে ৬১ জনের মৃত্যু হয়৷