মমতা ব্যানার্জীকে নিয়ে উইকিলিকসের তথ্য
২২ এপ্রিল ২০১১সুপ্রিম কোর্টের হাতে তত্ত্বাবধায়ক সরকারের ভাগ্য
তত্ত্বাবধায়ক সরকারের ভাগ্য এখন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের হাতে৷ অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে গঠিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানসম্মত কি না, সে বিষয়ে রায় দেবেন আপিল বিভাগ৷ একই সঙ্গে এ ব্যবস্থা সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ কি না, সে বিষয়েও আপিল বিভাগ সিদ্ধান্ত দেবেন৷ ২৩ এপ্রিলের পর যেকোনো দিন রায় ঘোষণা করতে পারেন আপিল বিভাগ৷ এ বিষয়ে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী ১৯৯৬ সালের অক্টোবরে হাইকোর্টে রিট আবেদন করেন৷ এর পরিপ্রেক্ষিতে বিষয়টি এখন আপিল বিভাগের রায়ের অপেক্ষায়৷
গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত রাখা হোক ড. ইউনূসকে
ড. মুহাম্মদ ইউনূসকে যেকোনোভাবেই হোক গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত রাখা উচিত৷ তা না হলে মাঠ পর্যায়ে নেতিবাচক বার্তা পৌঁছাবে৷ এর ফলে ব্যাংকটিতে বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে সংস্থাটির কর্মচারী সমিতি আশঙ্কা প্রকাশ করেছে এবং তারা নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে ক্ষুদ্রঋণ সংস্থার সঙ্গে যুক্ত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন৷ গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়৷ সাংবাদিক সম্মেলনে একইসঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের পদে কোনো বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ না দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা৷
মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল অ্যামেরিকা
দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শীর্ষনেত্রী মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র৷ বর্তমানে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন চলছে তাতে বামফ্রন্ট নেতৃত্বের পরিবর্তে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হলে তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দেবেন৷ সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস মার্কিন দূতাবাসের একটি গোপন তারবার্তা ফাঁস করে দিয়েছে যাতে ওয়াশিংটনের এই মনোভাব জানা গেছে৷ উইকিলিকসের নতুন ফাঁস হওয়া খবরটি জেনে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের বাম নেতারা৷ তাঁরা মমতার কাছে উইকিলিকসের এই তথ্য সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন৷ খবর সিএনএন-আইবিএনের৷ সূত্র জানায়, ২০০৯ সালের শেষ অংশে কলকাতা কনস্যুলেট থেকে মার্কিন কুটনীতিকরা যে তারবার্তা প্রেরণ করেছিলেন তার মধ্যে একটি ফাঁস করেছে উইকিলিকস৷ ওই তারবার্তার শিরোনাম, ‘তৃণমূলের মমতা ব্যানার্জী : রাজপথের যোদ্ধা থেকে পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী'৷ এই তারবার্তায় মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা হয়, মমতাকে পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী হিসেবে এখন থেকেই সমীহ করা উচিত৷ মমতা বাইরের দেশের পরামর্শ গ্রহণ করবেন কি না সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হলেও এতে বলা হয়, ‘তবুও পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের চেয়ে ‘মমতা সরকার' যুক্তরাষ্ট্রের জন্য বেশি বন্ধুসুলভ হবে'৷ এতে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্যের কথা তুলে ধরে বলা হয়, মমতা সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রস্তুত করে ফেলেছেন৷
গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন